মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং:
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
ঈদের দিন হাবশী লোকদের খেলাধুলা ও তাদের নৃত্য।
৮। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসলেন, তখন হাবশীগণ তাঁর আগমনে খুশি হয়ে তাদের ধনুক দ্বারা খেলা করল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللهو واللعب
ما جاء في لعب الحبشة ورقصهم في يوم العيد
8- وعنه أيضا قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة لعبت الحبشة لقدومه بحرابهم فرحا بذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান