মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ৭
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
ঈদের দিন হাবশী লোকদের খেলাধুলা ও তাদের নৃত্য।
৭। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হাবশার লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে নৃত্য করে খেলা করছিল এবং বলছিল, মুহাম্মাদ নেক বান্দা। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, তারা কী বলে? লোকেরা বলল, তারা বলে, মুহাম্মাদ নেক বান্দা।
(ইবন হিব্বান)
(হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(ইবন হিব্বান)
(হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللهو واللعب
ما جاء في لعب الحبشة ورقصهم في يوم العيد
7- عن أنس قال كانت الحبشة يَزفُون بين يدي رسول الله صلى الله عليه وسلم ويرقصون ويقولون محمد بن صالح، فقال رسول الله صلى الله عليه وسلم ما يقولون؟ قالوا يقولون محمد بن صالح