মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং:
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
দুই ঈদ এবং এ জাতীয় উৎসবে দফ বাজানো বৈধ
৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, একদা আবূ বক্‌র (রা) তার নিকট উপস্থিত হলেন। সে সময় দুইজন বালিকা তার নিকট দফ বাজাতে ছিল। আবূ বাকর (রা) তাদেরকে ধমকালেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেন, তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। কেননা, প্রত্যেক জাতির 'ঈদ রয়েছে। (আর এটা আমাদের ঈদের দিন।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللهو واللعب
باب جواز الضرب بالدف في العيدين ونحوهما
6- عن عائشة رضي الله عنها أن أبا بكر دخل عليها وعندها جاريتان تضربان بدفين فانتهزهما أبو بكر فقال له النبي صلى الله عليه وسلم دعهن فإن لكل قوم عيدا