মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ৫
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
দুই ঈদ এবং এ জাতীয় উৎসবে দফ বাজানো বৈধ
৫। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এক যুদ্ধ হতে ফিরে আসলে জনৈক ব্যক্তি তার নিকট এসে বলল, আমি মান্নত করেছিলাম যে, যদি আল্লাহ আপনাকে নিরাপদে ফিরিয়ে আনেন, তবে আমি আপনার নিকট দফ বাজাব (এবং গান গাইব। তিনি বললেন, যদি তুমি এরূপ মান্নত করে থাক, তবে তা কর আর যদি মানত না করে থাক, তবে করো না। এরপর সে দফ বাজাল। সে সময় আবূ বাকর (রা) আসলেন। বালিকাটি তখনও দফ বাজাচ্ছিল। তারপর আরেকজন আসল। তখনও সে দফ বাজাতে লাগল। তারপর উমর (রা) আসলেন। বর্ণনাকারী বলেন, তখন সে তার দফ পিছনে ফেলে দিল এবং সে পর্দার আড়ালে চলে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উমর। নিশ্চয় শয়তান তোমাকে ভয় করে। আমি এখানে বসা ছিলাম, তারপর তারা এখানে আসল। (তখনও দফ বাজাতে ছিল।) তারপর যখন তুমি আসলে তখন সে যা করার ছিল তাই করল।
(হাদীসটি 'ইবাদতে মান্নত করা' পরিচ্ছেদ বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'ইবাদতে মান্নত করা' পরিচ্ছেদ বর্ণিত হয়েছে।)
كتاب اللهو واللعب
باب جواز الضرب بالدف في العيدين ونحوهما
5- عن عبد الله بن بريدة عن أبيه أن أمة سوداء أتت رسول الله صلى الله عليه وسلم ورجع من بعض مغازيه فقالت أني كنت نذرت إن ردك الله صالحا أن اضرب عندك بالدف، قال إن كنت فعلت فافعلي، وإن كنت لم تفعلي فلا تفعلي فضربت فدخل أبو بكر وهو تضرب، ودخل غيره وهي تضرب، ثم دخل عمر قال فجعلت دفها خلفها وهي مقنعة، فقال رسول الله صلى الله عليه وسلم أن الشيطان ليفرق منك يا عمر، أنا جالس ههنا ودخل هؤلاء فلما أن دخلت فعلت ما فعلت
বর্ণনাকারী: