মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ৪
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
স্বামী কর্তৃক স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ।
৪। তারই সূত্রে বর্ণিত যে, হাবশার লোকেরা ঈদের দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট খেলা করছিল। আয়েশা (রা) বলেন, সে সময় আমি তার ঘাড়ের ওপর দিয়ে উকি মেরে দেখছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য স্বীয় কাঁধের উভয় পার্শ্ব নত করে দিলেন। তখন আমি তার কাঁধের ওপর দিয়ে তাদের খেলা দেখতে শুরু করলাম। এরপর আমি তৃপ্ত হয়ে ফিরে গেলাম।
(হাদীসটি 'দুই ঈদে দফ বাজানো' পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(অনুচ্ছেদে দুই ঈদ এবং এ জাতীয় উৎসবে দফ বাজানো বৈধ।)
(হাদীসটি 'দুই ঈদে দফ বাজানো' পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(অনুচ্ছেদে দুই ঈদ এবং এ জাতীয় উৎসবে দফ বাজানো বৈধ।)
كتاب اللهو واللعب
ما جاء في لهو الرجل مع زوجته
4- عن عائشة أيضا رضي الله عنها أن الحبشة كانوا يلعبون عند رسول الله صلى الله عليه وسلم في يوم عيد قالت فاطلعت م فوق عاتقه فطأطأ لي رسول الله صلى الله عليه وسلم منكبيه فجلعت انظر إليهم من فوق عاتقه حتى شبعت ثم أنصرفت
বর্ণনাকারী: