মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিনোদন ও খেলাধুলা অধ্যায়

হাদীস নং:
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
স্বামী কর্তৃক স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ।
৩। আবু সালামা ইবন আবদির রহমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) আমাকে সংবাদ দিয়েছেন যে, একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে এক সফরে ছিলেন। সে সময় তিনি বালিকা ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণকে বললেন, তোমরা সামনে অগ্রসর হও। এরপর তারা সামনে চলে গেলে তিনি তাকে বললেন, আমি তোমার সঙ্গে দৌড়প্রতিযোগিতা করব। হাদীস।
(ইবন দাউদ, নাসাঈ, ইবন ইবন মাজাহ)
(হাফিয 'ইরাকি (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب اللهو واللعب
ما جاء في لهو الرجل مع زوجته
3- عن أبي سلمة بن عبد الرحمن قال أخبرتني عائشة رضي الله عنها أنها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر وهي جارية فقال لأصاحبه تقدموا فتقدموا ثم قال لها تعالى لسابقك فذكر الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান