মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ২
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
স্বামী কর্তৃক স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ।
২। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলে আমি তার ওপর জয়ী হলাম। এরপর আমাদের অনেক দিন গত হল এবং আমি মোটা হয়ে পড়লাম, তখন তিনি আবার আমার সঙ্গে দৌড়প্রতিযোগিতা করলেন। সে সময় তিনি জয়ী হলেন। তখন বললেন, এটা সেটার পরিবর্তে ।
كتاب اللهو واللعب
ما جاء في لهو الرجل مع زوجته
2- عن عائشة رضي الله عنها قالت سابقني النبي صلى الله عليه وسلم فسبقته فلبثنا حتى إذا أرهقني اللحم سابقني فسبقني فقال هذه بتلك