মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
হাদীস নং: ১
বিনোদন ও খেলাধুলা অধ্যায়
স্বামী কর্তৃক স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ।
১। উকবা ইবন 'আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, পুরুষের সর্বপ্রকার খেলতামাশা অন্যায় ও অবৈধ। তবে তার ধনুক দ্বারা তীর নিক্ষেপ করা, (অন্য বর্ণনায়, তবে তিনটি বিষয় ব্যতিক্রম। এক, স্বীয় ধনুক দ্বারা নিক্ষেপ করা।) ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, এবং স্বীয় স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ করা ব্যতিক্রম। কেননা, এসব কাজ স্বীকৃত ও বৈধ। যে ব্যক্তি তীর নিক্ষেপন শিক্ষা করে ভুলে যায়, সে যা শিখেছে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করল।
(হাদীসটি 'তীর নিক্ষেপ' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি 'তীর নিক্ষেপ' অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب اللهو واللعب
ما جاء في لهو الرجل مع زوجته
1- عَن عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه قال قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ شَيْءٍ يَلْهُو بِه الرَّجُلُ بَاطِلٌ إِلَّا رَمْيَةَ الرَّجُلِ بِقَوْسِهِ (وفي رواية إلا ثلاثة، رميه الرجل بقوسه) وتأديبه فرسه وملاعبته أمرأته فأنهن من الحق، ومن نهى الرمى بعدما عَلِمه فقد كفر الذي علمه
বর্ণনাকারী: