মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩০২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : উসফান অঞ্চলে অনুষ্ঠিত বানু লিহয়ানের যুদ্ধ। এখানে রাসূলল্লাহ (ﷺ) ভয়কালীন নামায আদায় করেছেন
৩০২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দাজনান ও উসফানের মধ্যবর্তী স্থানে শিবির স্থাপন করলেন। মুশরিকগণ বলল, ওদের একটি নামায আছে যা তাদের নিকট তাদের প্রাণ ও সন্তান-সন্ততির চেয়ে অধিক প্রিয়। সেটি হল আসরের নামায। তোমরা পূর্ণ প্রস্তুত থাকবে এবং ওই সুযোগে তাদের উপর এক প্রচণ্ড আক্রমণ চালাবে। ইতিমধ্যে জিব্রাঈল (আ) এলেন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট। তাঁর সাহাবীদেরকে দু' দলে বিভক্ত করতে বললেন। একদলকে সাথে নিয়ে তিনি নামায আদায় করবেন অপরদল তাদের পেছনে পাহারারত থাকবে। তারা সশস্ত্র ও সতর্ক থাকবে। এরপর দ্বিতীয় দল আসবে এবং রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে নামায আদায় করবে। এরাও সশস্ত্র ও সতর্ক থাকবে। এতে সাহাবীদের হবে জামাতে এক রাকআত করে আর রাসূলুল্লাহ (ﷺ) এর হবে দু রাক'আত।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى غزوة بنى لحيان التى صلى فيها النبى - صلى الله عليه وسلم - صلاة الخوف بعسفان
عن أبي هريرة (1) أن رسول الله - صلى الله عليه وسلم - نزل بين ضجنان وعسفان فقال المشركون ان لهم صلاة هي أحب اليهم من آبائهم وأبنائهم وهي العصر فأجمعوا أمركم فميلوا عليهم ميلة واحدة، وان جبريل عليه السلام أتي النبي - صلى الله عليه وسلم - فامره أن يقسم أصحابه شطرين فيصلي ببعضهم وتقوم الطائفة الأخري وراءهم وليأخذوا حذرهم وأسلحتهم ثم تأني الأخري فيصلون معه ويأخذ هؤلاء حذرهم وأسلحتهم لتكون لهم ركعة ركعة مع رسول الله - صلى الله عليه وسلم - ولرسول الله - صلى الله عليه وسلم - ركعتان