মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৯২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: খন্দক ও বানু কুরায়যার যুদ্ধ এবং সা'দ ইব্ন মুআয (রা)-এর আহত হওয়া
২৯২. জাবির ইবন উবায়দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, খন্দক যুদ্ধের দিন একপর্যায়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠেছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, এমন কেউ কি আছে যে আমাদেরকে বানু কুরায়যা গোত্রের অবস্থা সম্পর্কে অবহিত করবে? অতঃপর হযরত যুবায়র (রা) বানু কুরায়যা গোত্রের নিকট গেলেন এবং ফিরে এসে তাদের অবস্থা জানালেন। পরিস্থিতি পুনরায় জটিল হয়ে উঠেছিল। এভাবে তিনবার জটিল পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। তিনবারই রাসূলুল্লাহ (ﷺ) ওই আহ্বান জানিয়েছিলেন এবং তিনবারই হযরত যুবায়র (রা) গিয়ে তাদের অবস্থা জেনে এসে রাসূলুল্লাহ (ﷺ)কে তা অবহিত করেছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলে إِنَّ لِكُلِّ نَبِيَّ حَوَارِيّ وَالزُّبَيْرُ حَوَارِيٌّ “প্রত্যেক নবীর এক একজন একান্ত সহচর থাকে। আমার একান্ত সহচর হল যুবায়র।"
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء مشتركا في غزوة الخندق وبني قريظة وجرح سعد بن معاذ رضي الله عنه
عن جابر بن عبد الله (2) قال اشتد الامر يوم الخندق فقال رسول الله - صلى الله عليه وسلم - ألا رجل يأتينا بخبر بني قريظة؟ فانطلق الزبير فجاء يخبرهم؛ ثم اشتد الأمر أيضاً فذكر ثلاث مرات، فقال رسول الله - صلى الله عليه وسلم - ان لكل نبي حواري (3) والزبير حواري