মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৯৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বানু কুরায়যার যুদ্ধ
২৯৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন খন্দকের যুদ্ধ শেষে ঘরে ফিরে এলেন এবং অস্ত্রশস্ত্র খুলে গোসল করলেন। তখন জিব্রাঈল (আ) উপস্থিত হলেন তাঁর মাথায় তখনও ধুলোবালি লেগে রয়েছিল। তিনি বললেন আপনি কি অস্ত্রশস্ত্র খুলে ফেলেছেন? আল্লাহর কসম আমি এখনও খুলিনি, চলুন ওদের বিরুদ্ধে অভিযানে বের হোন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন কোথায়-কার বিরুদ্ধে? জিব্রাঈল (আ) বানু কুরায়যার দিকে ইঙ্গিত করে বললেন ওদের বিরুদ্ধে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ওদের বিরুদ্ধে অভিযানে বের হলেন। হিশাম বলেছেন, আমার পিতা আমাকে জানিয়েছেন যে, ওরা রাসূলুল্লাহ (ﷺ) এর ফায়সালা মেনে নিতে রাজী হয়েছিল। পরে তিনি তাদেরকে সা'দ (রা) এর ফায়সালা মেনে নেয়ার দিকে নিয়ে যান। সা'দ বললেন, আমি ফায়সালা দিচ্ছি যে, ওদের যুদ্ধক্ষম লোকদেরকে হত্যা করা হবে, নারী ও শিশুদেরকে বন্দী করা হবে এবং ধনসম্পদ মুসলমানদের মধ্যে বণ্টন করে দেয়া হবে। হিশাম বলেন আমার পিতা বলেছেন যে, আমাকে জানানো হয়েছে যে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, আপনি ওদের ব্যাপারে আল্লাহর এবং তাঁর রাসূলের ফায়সালার অনুরূপ ফায়সালা করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء خاصا بغزوة بني قريظة
عن عائشة رضي الله عنها (4) قالت لما رجع رسول الله - صلى الله عليه وسلم - من الخندق ووضع السلاح واغتسل فأتاه جبريل عليه السلام وعلي رأسه الغبار قال قد وضعت السلاح؟ فو الله ما وضعتها، اخرج اليهم، قال رسول الله - صلى الله عليه وسلم - فأين؟ قال ها هنا فأشار إلي بني قريظة، فخرج رسول الله - صلى الله عليه وسلم - إليهم، قال هشام (5) فأخبرني أبي انهم نزلوا علي حكم رسول الله - صلى الله عليه وسلم - فرد الحكم فيهم إلي سعد، قال فاني أحكم أن تقتل المقاتلة وتسبي النساء والذرية وتقسم أموالهم، قال هشام قال أبي فأخبرت أن رسول الله - صلى الله عليه وسلم - قال لقد حكمت فيهم بحكم الله بحكم الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান