মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৮৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আহযাবের যুদ্ধে মুজাহিদগণের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন: একপর্যায়ে তাঁদের নামায ছুটে যায় এবং এই যুদ্ধে শত্রুসেনাদের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর বদ দু'আ
২৮৩. আমির ইবন সা'দ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পরিখার যুদ্ধে এক ব্যক্তি ঢাল ব্যবহার করছিল। কখনো সে সেটিকে নাকের উপরে রাখছিল আবার কখনো নীচে নামাচ্ছিল। এমতাবস্থায় আমি আমার ঝুড়ি থেকে একটি রক্তমাখা তীর বের করি এবং সেটিকে ধনুকের মধ্যে স্থাপন করি। একবার সে ঢালটি নীচে নামানোর সাথে সাথে আমি তাকে লক্ষ্য করে আমার তীর নিক্ষেপ করি। আমার তীরের বাঁট তার ঢালের একটা স্থানে গিয়ে পড়েছিল যা আমি এখনো ভুলিনি। তীরটি মাটিতে পড়ে গিয়েছিল। সে ওই তীরকে পায়ে মাড়াচ্ছিল। ঘটনা প্রত্যক্ষ করে রাসূলুল্লাহ (ﷺ) হেসে উঠেছিল। বর্ণনাকারী বলেন যে, মুল বর্ণনাকারী সম্ভবতঃ এটাও বলেছিলেন যে, হাসির সময় রাসূলুল্লাহ (ﷺ) এর দাঁত মুবারক দেখা গিয়েছিল। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) হেসেছিলেন কেন? তিনি বললেন ঢাল ব্যবহারকারী ব্যক্তিটির কর্মকাণ্ড দেখে তিনি হেসেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فيما ابداه المجاهدون من الشجاعة والاستبسال في القتال
عن عامر بن سعد عن أبيه قال لما كان يوم الخندق ورجل يتمرس (1) جعل يقول بالترس هكذا فوضعه فوق أنفه ثم يقول هكذا يسفله بعد قال فأهويت الي كنانتي فأخرجت منها سهما مدماً (2) فوضعته في كبد القوس فلما قال هكذا يسفل الترس رميت فما نسيت وقع القدح (3) علي كذا وكذا من الترس قال وسقط فقال برجله (4) فضحك نبي الله - صلى الله عليه وسلم - أحسبه قال حتي بدت نواجذه قال قلت لم؟ قال لفعل الرجل