মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৮৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আহযাবের যুদ্ধে মুজাহিদগণের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন: একপর্যায়ে তাঁদের নামায ছুটে যায় এবং এই যুদ্ধে শত্রুসেনাদের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর বদ দু'আ
২৮৪. আবু ইসহাক থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুলায়মান ইব্‌ন সুরাদকে শুনেছি। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) খন্দকের যুদ্ধের দিন বলেছেন আজ আমরা শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করব এরপর ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না-যুদ্ধ করতে পারবে না।

হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন শত্রুপক্ষ আমাদেরকে মধ্যম নামায-আসরের নামায থেকে উদাসীন করে রেখেছিল, মহান আল্লাহ্ তাদের বাসস্থান ও কবরগুলো আগুনে ভরপুর করে দিন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب فيما ابداه المجاهدون من الشجاعة والاستبسال في القتال
عن أبي اسحق (5) قال سمعت سليمان بن صرد (رضي الله عنه) قال قال رسول الله صلي الله عليه وسلم يوم الأحزاب اليوم نغزوهم ولا يغزونا (6) (ز) (عن علي رضي الله عنه) (7) قال قال رسول الله صلي الله عليه وسلم يوم الأحزاب شغلونا عن الصلاة الوسطي صلاة العصر ملأ الله قبورهم وبيوتهم ناراً
tahqiqতাহকীক:তাহকীক চলমান