মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৭৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
৫ম হিজরী সনের ঘটনাবলী
পরিচ্ছেদ: বানু মুসতালিক / মুরায়সী-এর যুদ্ধ
পরিচ্ছেদ: বানু মুসতালিক / মুরায়সী-এর যুদ্ধ
২৭৫. যায়েদ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার চাচার সাথে এক যুদ্ধে অংশ নিয়েছিলাম। আমি সেখানে শুনতে পেলাম যে, আবদুল্লাহ ইবন উবায় ইব্ন সালুল তার সাথীদেরকে বলছিল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট যারা থাকে তাদের জন্যে তোমরা কোন অর্থকড়ি ব্যয় করবে না। আমরা মদীনায় ফিরে গেলে সর্বাধিক সম্মানী ব্যক্তি সর্বাধিক লাঞ্ছিত ব্যক্তিকে মদীনা থেকে বের করে দিবে। আমি আমার চাচাকে বিষয়টি অবহিত করি। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে তা অবগত করান। রাসূলুল্লাহ (ﷺ) ঘটনার সত্যতা যাচাইয়ের জন্যে আমাকে ডেকে পাঠালেন। আমি তাঁকে ঘটনা খুলে বললাম। এরপর তিনি আবদুল্লাহ ইবন উবায়কে এবং তার সাথীদেরকে ডাকলেন এবং ঘটনার সত্যতা জিজ্ঞেস করলেন। তারা শপথ করে বলল যে, তারা এমনটি বলেনি। ফলে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন। এতে আমি এত বেশি দুঃখ পেলাম যা অন্য কোন সময় পাইনি। লজ্জায় ও দুঃখে আমি ঘরেই বসে থাকলাম। আমার চাচা বললেন, তুমি এমন একটি কাজ করেছ যে, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন এবং তোমার প্রতি ক্ষুব্ধ হলেন। অবশেষে ঘটনার সত্যতায় মহান আল্লাহ্ নাযিল করলেন-
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ যখন মুনাফিকগণ আপনার নিকট আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ্ জানেন যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল এবং আল্লাহ্ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকগণ অবশ্যই মিথ্যাবাদী (সূরা মুনাফিকূন ৪১)।
বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লোক মারফত ডেকে আনলেন এবং এই আয়াত পাঠ করলেন। তারপর বললেন, মহান আল্লাহ্ তোমাকে সত্যবাদী প্রমাণ করেছেন।
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ যখন মুনাফিকগণ আপনার নিকট আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ্ জানেন যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল এবং আল্লাহ্ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকগণ অবশ্যই মিথ্যাবাদী (সূরা মুনাফিকূন ৪১)।
বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লোক মারফত ডেকে আনলেন এবং এই আয়াত পাঠ করলেন। তারপর বললেন, মহান আল্লাহ্ তোমাকে সত্যবাদী প্রমাণ করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب حوادث السنة الخامسة
باب ما جاء في غزوة بني المصطلق أو المريسيع
باب ما جاء في غزوة بني المصطلق أو المريسيع
عن زيد بن أرقم (2) قال خرجت مع عمي في غزاة، فسمعت عبد الله بن أبي بن سلول يقول لأصحابه، لا تنفقوا علي من عند رسول الله، ولئن رجعنا إلي المدينة ليخرجن الأعز منها الأذل، فذكرت ذلك لعمي، فذكره لرسول الله - صلى الله عليه وسلم - فأرسل إلي النبي - صلى الله عليه وسلم - فحدثته، فأرسل إلي عبد الله بن أبي سلول وأصحابه، فحلفوا ما قالوا، فكذبني رسول الله - صلى الله عليه وسلم - وصدقه فأصابني هم لم يصبني مثله قط، وجلست في البيت، فقال عمي، ما أردت إلي أن كذبك النبي - صلى الله عليه وسلم - ومقتك، قال حتي أنزل الله عز وجل (إذا جاءك المنافقون)، قال فبعث إلي رسول الله - صلى الله عليه وسلم - فقرأها، ثم قال إن الله عز وجل قد صدقك.