মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৬৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বানু নাদীর গোত্রের বিরুদ্ধে অভিযান এবং তাদেরকে মদীনা থেকে বিতাড়ন
২৬৯. ইবন উমার (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বানু নাযীর গোত্রের বুওয়াইরাহ খেজুর বাগানটি জ্বালিয়ে দেন এবং খেজুর বাগানের গাছগুলো কেটে ফেলেছিলেন। সে প্রেক্ষাপটে মহান আল্লাহ্ নাযিল করেন-
مَا قَطَعْتُمْ مِنْ لِيْنَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ .
"তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ এবং যেগুলো কাণ্ডের উপর রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতিক্রমে। তা এজন্যে যে, মহান আল্লাহ্ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন।" (সূরা হাশর: ৫)।
مَا قَطَعْتُمْ مِنْ لِيْنَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ .
"তোমরা যে খেজুর বৃক্ষগুলো কর্তন করেছ এবং যেগুলো কাণ্ডের উপর রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতিক্রমে। তা এজন্যে যে, মহান আল্লাহ্ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন।" (সূরা হাশর: ৫)।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في غزوة بني النضير واجلائهم عن المدينة
وعنه أيضا (1) أن رسول الله - صلى الله عليه وسلم - حرق نخل بني النضير وقطع وهي البويرة فانزل الله تبارك وتعالي (ما قطعتم من لينة أو تركتوها قائمة علي أصولها فباذن الله وليخزي الفاسقين)