মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৬৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বানু নাদীর গোত্রের বিরুদ্ধে অভিযান এবং তাদেরকে মদীনা থেকে বিতাড়ন
২৬৮. ইবন উমার (রা) থেকে বর্ণিত। ইয়াহুদী গোত্রে বানু নাদীর ও বানু কুরায়যা রাসূলুল্লাহ (ﷺ) এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বানু নাদীর গোত্রকে মদীনা থেকে নির্বাসিত করেছিলেন এবং কুরায়যা গোত্রকে মদীনায় রেখে দিলেন। তিনি এদের প্রতি অনুকম্পা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত কুরায়যা গোত্রও যুদ্ধে লিপ্ত হয়। ফলে তিনি তাদের বয়স্ক পুরুষদেরকে হত্যা করলেন এবং তাদের মহিলা, শিশু ও ধনসম্পদ মুসলমানদের মাঝে বণ্টন করে দিলেন। তবে ওদের স্বল্পসংখ্যক লোক রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সাক্ষাত করল, তিনি তাদেরকে নিরাপত্তা দিলেন এবং তারা ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহুদী গোত্র বানু কায়নুকা তথা আবদুল্লাহ ইবন্ সালামের গোত্র, বানু হারিছা এবং মদীনাতে বসবাসকারী সকল ইয়াহুদীকে মদীনা থেকে নির্বাসিত ও বহিষ্কার করেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في غزوة بني النضير واجلائهم عن المدينة
عن ابن عمر (1) أن يهود بني النضير وقريظة حاربوا رسول الله - صلى الله عليه وسلم - (2) فأجلي رسول الله - صلى الله عليه وسلم - بني النضير واقر قريظة (3) (ومن عليهم حتي حاربت قريظة) بعد ذلك فقتل رجالهم وقسم نسائهم وأولادهم وأموالهم بين المسلمين الا بعضهم لحقوا برسول الله - صلى الله عليه وسلم - فأمنهم وأسلموا وأجلي رسول الله - صلى الله عليه وسلم - يهود المدينة كلهم بني قينقاع (4) وهم قوم عبد الله بن سلام (5) ويهود بني حارثة وكل يهودي كان بالمدينة