মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৬২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধ, যোদ্ধাগণ এবং তাতে শহীদ হওয়া ব্যক্তিগণ প্রসঙ্গে
২৬২. জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার পিতা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। আমার বোনগণ তাদের একটি উটসহ আমাকে পাঠাল এবং বলল তুমি যাও এবং বাবাকে এনে বানু সালামাহ কবরস্থানে দাফন করে দাও। তিনি বলেন যে, আমি কয়েকজন সঙ্গী নিয়ে বাবার লাশ আনার জন্য সেখানে পৌঁছলাম। আমাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) অবহিত হলেন। তিনি তখন উহুদ ময়দানে উপবিষ্ট ছিলেন। তিনি আমাকে ডেকে বললেন যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম করে বলছি, তোমার পিতা তাঁর সাথী শহীদগণের সাথে সমাহিত হবেন। অতঃপর তাঁর সাথী শহীদগণের সাথে তাঁকে দাফন করা হয়।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في أمور شتي تتعلق بالقتال والمقاتلين وشهداء أحد
وعنه ايضا (9) قال استشهد أبي بأحد فأرسلني اخواتي اليه بناضح لهن فقلن اذهب فاحتمل أباك علي هذا الجمل فادفنه في مقبرة بني سلمة، قال فجئته وأعوان لي فبلغ ذلك نبي الله - صلى الله عليه وسلم - وهو جالس بأحد فدعاني وقال والذي نفسي بيده لا يدفن الا مع اخوته فدفن مع أصحابه بأحد