মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৬১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: উহুদ যুদ্ধ, যোদ্ধাগণ এবং তাতে শহীদ হওয়া ব্যক্তিগণ প্রসঙ্গে
২৬১. জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, উহুদ যুদ্ধ শেষে শহীদগণকে নিজ নিজ স্থান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এর প্রেরিত ঘোষক ঘোষণা দিয়ে বলেছিল, তাদেরকে তাদের নিজ নিজ স্থানে ফেরত নিয়ে রেখে দাও।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في أمور شتي تتعلق بالقتال والمقاتلين وشهداء أحد
وعنه أيضا (8) أن قتلي أحد حملوا من مكانهم فنادي منادي رسول الله - صلى الله عليه وسلم - أن ردوا القتلي الي مضاجعها