মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৫৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : উহুদ দিবসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখের দাঁত শহীদ হওয়া, মুখমণ্ডল রক্তাক্ত হওয়া, মহান আল্লাহ্ কর্তৃক ফেরেশতা দ্বারা তাঁকে রক্ষা করা এবং যারা তাঁকে আহত করেছে তাদের প্রতি মহান আল্লাহর কঠোর গযব ও অসন্তোষ নাযিল হওয়া
২৫৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দাঁতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, আল্লাহর কঠোর গযব ও অসন্তোষ পতিত হয় সেই সম্প্রদায়ের প্রতি যারা আল্লাহর রাসূলের এ অবস্থা করে এবং আল্লাহর কঠোর গযব ও অসন্তোষ পতিত হয় সে ব্যক্তির উপর যাকে আল্লাহর পথে রাসূলুল্লাহ (ﷺ) নিজে হত্যা করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما أصاب النبي - صلى الله عليه وسلم - يوم أحد من كسر رباعيته وشج وجهه ووقاية الله عز وجل له بالملائكة وشدة غضبه علي من فعل به ذلك
عن أبي هريرة (3) قال قال رسول الله - صلى الله عليه وسلم - اشتد غضب الله علي قوم فعلوا برسول الله - صلى الله عليه وسلم - وهو حيئذ يشير الي رباعيته (4) وقال اشتد غضب الله عز وجل علي رجل يقتله رسول الله - صلى الله عليه وسلم - في سبيل الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান