মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৫৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : উহুদ দিবসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখের দাঁত শহীদ হওয়া, মুখমণ্ডল রক্তাক্ত হওয়া, মহান আল্লাহ্ কর্তৃক ফেরেশতা দ্বারা তাঁকে রক্ষা করা এবং যারা তাঁকে আহত করেছে তাদের প্রতি মহান আল্লাহর কঠোর গযব ও অসন্তোষ নাযিল হওয়া
২৫৭. সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, উহুদের দিবসে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর ডানে এবং বামে দুজন লোক দেখেছি। তাঁরা ছিলেন সাদা পোশাক পরিহিত। তাঁরা দুজনে রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ থেকে প্রবল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের দুজনকে আমি এর পূর্বেও দেখিনি পরেও দেখিনি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما أصاب النبي - صلى الله عليه وسلم - يوم أحد من كسر رباعيته وشج وجهه ووقاية الله عز وجل له بالملائكة وشدة غضبه علي من فعل به ذلك
عن سعد بن أبي وقاص (6) قال لقد رأيت عن يمين رسول الله - صلى الله عليه وسلم - وعن يساره يوم أحد رجلين عليهما ثياب بيض يقاتلان عنه كأشد القتال، ما رأيتهما قبل ولا بعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান