মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৫৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : উহুদ দিবসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখের দাঁত শহীদ হওয়া, মুখমণ্ডল রক্তাক্ত হওয়া, মহান আল্লাহ্ কর্তৃক ফেরেশতা দ্বারা তাঁকে রক্ষা করা এবং যারা তাঁকে আহত করেছে তাদের প্রতি মহান আল্লাহর কঠোর গযব ও অসন্তোষ নাযিল হওয়া
২৫৫ - আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, উহুদ দিবসে রাসূলুল্লাহ (ﷺ) এর একটি রুবাঈ দাঁত (সম্মুখের বড় দু' দাঁতের পার্শ্বস্থ দাঁত) ভেঙ্গে গিয়েছিল। এবং তাঁর কপাল রক্তাক্ত হয়ে গিয়েছিল। কপাল থেকে মুখমণ্ডলে রক্ত বেয়ে পড়ছিল। তিনি তখন বলেছিলেন সেই সম্প্রদায় কীভাবে সফল হবে যারা তাদের নবীর সাথে এ জঘন্য আচরণ করে যখন নবী তাদেরকে প্রতিপালকের প্রতি আসার আহ্বান জানান? এ পর্যায়ে নাযিল হল-
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ .
তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন কিংবা তাদেরকে শাস্তি দিবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই, কারণ তারা জালিম (সূরা আল ইমরান : ১২৮)।
হযরত আনাসের অন্য এক বর্ণনায় অতিরিক্ত এটুকু এসেছে যে, তাঁর ঘাড়ে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল তাতে তাঁর মুখমণ্ডলে রক্ত বেয়ে পড়েছিল। আর তিনি তখন বলছিলেন, যে সম্প্রদায় তাদের নবীর এ অবস্থা করে তারা কীভাবে সফল হবে?
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ .
তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন কিংবা তাদেরকে শাস্তি দিবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই, কারণ তারা জালিম (সূরা আল ইমরান : ১২৮)।
হযরত আনাসের অন্য এক বর্ণনায় অতিরিক্ত এটুকু এসেছে যে, তাঁর ঘাড়ে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল তাতে তাঁর মুখমণ্ডলে রক্ত বেয়ে পড়েছিল। আর তিনি তখন বলছিলেন, যে সম্প্রদায় তাদের নবীর এ অবস্থা করে তারা কীভাবে সফল হবে?
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما أصاب النبي - صلى الله عليه وسلم - يوم أحد من كسر رباعيته وشج وجهه ووقاية الله عز وجل له بالملائكة وشدة غضبه علي من فعل به ذلك
عن أنس بن مالك (5) أن النبي - صلى الله عليه وسلم - كسرت رباعيته (6) يوم أحد وشج في جبهته حتي سال الدم علي وجهه، فقال كيف يفلح قوم فعلوا هذا بنبيهم وهو يدعوهم إلي ربهم فنزلت الآية (ليس لك من الآمر شئ أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون) (7) (وعنه من طريق ثان بنحوه وفيه) (1) ورمي رمية علي كتفه فجعل الدم يسيل علي وجهه وهو يقول كيف تفلح أمة فعلوا هذا بنبيهم الحديث