মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরায়শ নেতাদের মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাদের মৃত্যুস্থল জানিয়ে দেয়া, তাদের মরদেহ কূপে ফেলে দেয়া এবং ধমক ও তিরস্কারের সাথে তাদের সাথে কথা বলা
২৩২. হযরত উমার (রা) থকে বর্ণিত, তিনি বদর যুদ্ধে অংশ নেয়া যোদ্ধাদের বিষয়ে আলাপ করছিলেন। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) পূর্ববর্তী দিবসে আমাদেরকে কুরায়শ নেতৃবৃন্দের মৃত্যুস্থল দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, আগামীকাল এখানে অমুকের মৃত্যু হবে ইনশাআল্লাহ্ এবং ওখানে অমুকের মৃত্যু হবে ইনশাআল্লাহ্। পরের দিন যুদ্ধকালে দেখা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশিত স্থানে ওরা মরে পড়ে আছে। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তাঁর কসম করে বলছি ওরা তো আপনার দেখানো স্থান থেকে একটুও এদিক ওদিক যায়নি। তারা বরং ঠিক ঠিক ওই স্থানগুলোতেই পড়ে থাকছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে ওদের মরদেহগুলোকে কূপে ফেলে দেয়া হয়। এরপর তিনি ওদের মরদেহগুলোর নিকট গেলেন এবং বললেন ওহে অমুক! ওহে অমুক, মহান আল্লাহ্ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছ? আমি তো নিশ্চয়ই আমাকে দেয়া আল্লাহর প্রতিশ্রুতি সত্য পেয়েছি। উমার (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), মরে লাশ হয়ে যাওয়া লোকগুলোর সাথে আপনি কথা বলছেন? রাসুলুল্লাহ (ﷺ) বললেন আমি যা বলছি তা ওদের চেয়ে তোমরা বেশি শুনছ না, তবে ওরা জবাব দিতে পারছে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصارع صناديد قريش قبل موتهم ورمى جثثهم في بئر ثم ندائه اياهم بالتقريع والتوبيخ
عن عمر رضى الله عنه (1) وكان يحدث عن أهل بدر قال إن كان رسول الله - صلى الله عليه وسلم - ليرينا مصارعهم بالأمس يقول هذا مصرع فلان غدا ان شاء الله تعال: وهذا مصرع فلان غدا ان شاء الله تعال، قال فجعلوا يصرعون عليها: قال قلت والذى بعثك بالحق ما أخطأ وا تيك (2) كانوا يصرعون عليها ثم أمر بهم فطرحوا في بئر، فانطلق اليهم فقال يافلان يافلان هل وجدتم ما وعدكم الله حقا فأنى وجدت ما وعدنى الله حقا: قال عمر يا رسول الله أتكلم قوما قد جيفوا (3) قال ما أنتم بأسمع لما أقول منهم ولكن لا يستطعون أن يجيبوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান