মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৩৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: কুরায়শ নেতাদের মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাদের মৃত্যুস্থল জানিয়ে দেয়া, তাদের মরদেহ কূপে ফেলে দেয়া এবং ধমক ও তিরস্কারের সাথে তাদের সাথে কথা বলা
২৩৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, মুসলমানগণ শুনতে পেল যে, রাসূলুল্লাহ (ﷺ) বদর কূপের তীরে দাঁড়িয়ে ডেকে ডেকে বলেছেন, ওহে আবু জাহল ইব্‌ন হিশাম, ওহে উতবা ইব্‌ন রাবিআহ, ওহে শায়বা ইব্‌ন রাবিআহ্, ওহে উমাইয়া ইব্‌ন খলফ তোমাদের প্রভু তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছ? মুসলমানগণ বলল ইয়া রাসূলুল্লাহ! আপনি তো এমন কতক লোকের সাথে কথা বলছেন যারা মরে লাশ হয়ে আছে। তিনি বললেন, আমি যা বলছি তা ওদের চেয়ে তোমরা বেশি শুনছ না, তবে ওরা জবাব দিতে পারছে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إخبار النبى - صلى الله عليه وسلم - بمصارع صناديد قريش قبل موتهم ورمى جثثهم في بئر ثم ندائه اياهم بالتقريع والتوبيخ
عن أنس (4) قال سمع المسلمون النبى - صلى الله عليه وسلم - وهو ينادى على قليب (5) بدر يا أبا جهل بن هشام ياعتبة بن ربيعة يا شيبة بن ربية يا أمية بن خلف خلف هل وجدتم ما وعد ربكم حقا؟ قالوا يا رسول الله تنادي قوما قد جيفوا قال ما أنتم باسمع لما أقول منهم ولكنهم لا يستطيعون ان يجيبوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান