মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৩১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: এই উম্মতের ফিরআওন অভিশপ্ত আবু জাহেলের নিহত হওয়া এবং তাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর আনন্দিত হওয়া
২৩১. আবু ইসহাক বর্ণনা করেছেন আবু উবায়দাহ থেকে। তিনি বলেছেন যে, আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) বলেছিলেন, বদর দিবসে আমি আবু জাহলের নিকট গমন করি। সে তখন মাটিতে পড়া ছিল। তার পায়ে ছিল চরম জখম। তরবারি উঁচিয়ে সে লোকজনকে সরাচ্ছিল। আমি বললাম, সকল প্রশংসা মহান আল্লাহ্, হে আল্লাহর দুশমন। যিনি তোমাকে লাঞ্ছিত করেছেন। সে বলল, আমি তো সেই ব্যক্তি যাকে তার নিজের সম্প্রদায় হত্যা করেছে। ইবন মাসউদ (রা) বলেন, আমি আমার একটি ছোট্ট তরবারি দিয়ে তার হাতে আঘাত করতে থাকি। তার তরবারিটি হাত থেকে খসে পড়ে। আমি সেটি তুলে নিই। এরপর সেই তরবারি দিয়ে আমি তাকে আঘাত করি এবং তাকে হত্যা করি। এরপর আমি সেখান থেকে বের হয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসি। আমার পা যেন মাটি স্পর্শ করেনি। আমি তাঁকে সংবাদটি জানাই। তিনি বললেন সেই আল্লাহর কসম করে বলছ কি যিনি ব্যতীত কোন ইলাহ্ নেই? আমি বললাম, হাঁ সেই আল্লাহর কসম করে বলছি যিনি ব্যতিত কোন ইলাহ্ নেই। এরপর তিনি আমার সাথে পায়ে হেঁটে আবু জাহলের নিকট এলেন এবং বললেন সকল প্রশংসা মহান আল্লাহর। হে আল্লাহ্ শত্রু যিনি তোমাকে লাঞ্ছিত করেছেন, এই ব্যক্তি ছিল এই উম্মতের ফিরআউন।
ইমাম আহমদ (র)-এর পুত্র বলেছেন যে, আমার বাবা ইমাম আহমদ (র) এটুকু সংযুক্ত করেছেন, আবু ইসহাক সূত্রে আবূ উবায়দাহ্ থেকে তিনি বলেছেন যে, আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেছেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আবূ জাহলের তরবারিটি আমাকে দিয়ে দিলেন।
তাঁর থেকে অন্য এক বর্ণনা এসেছে আবু উবায়দাহ সূত্রে, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে তিনি বলেছেন। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললাম ইয়া রাসূলাল্লাহ্। মহান আল্লাহ্ আবূ জাহলকে হত্যা করেছেন তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَصَرَ عَبْدَهُ وَأَعَزَّ دِينَهُ
সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তাঁর দীনকে শক্তিশালী করেছেন।
অপর বর্ণনায় তিনি বলেছেন
صَدَقَ عَبْدَهُ وَأَعَرَّ دِيْنَهُ
তাঁর বান্দাকে দেয়া প্রতিশ্রুতি সত্য করেছেন এবং তাঁর দীনকে শক্তিশালী করেছেন।
অপর বর্ণনায় তিনি বলেছেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَرَّمَ الْأَحْزَابُ وَحْدَهُ
সকল প্রশংসা মহান আল্লাহর যিনি তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই শত্রুদলকে পরাজিত করেছেন।
ইমাম আহমদ (র)-এর পুত্র বলেছেন যে, আমার বাবা ইমাম আহমদ (র) এটুকু সংযুক্ত করেছেন, আবু ইসহাক সূত্রে আবূ উবায়দাহ্ থেকে তিনি বলেছেন যে, আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেছেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আবূ জাহলের তরবারিটি আমাকে দিয়ে দিলেন।
তাঁর থেকে অন্য এক বর্ণনা এসেছে আবু উবায়দাহ সূত্রে, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে তিনি বলেছেন। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললাম ইয়া রাসূলাল্লাহ্। মহান আল্লাহ্ আবূ জাহলকে হত্যা করেছেন তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَصَرَ عَبْدَهُ وَأَعَزَّ دِينَهُ
সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তাঁর দীনকে শক্তিশালী করেছেন।
অপর বর্ণনায় তিনি বলেছেন
صَدَقَ عَبْدَهُ وَأَعَرَّ دِيْنَهُ
তাঁর বান্দাকে দেয়া প্রতিশ্রুতি সত্য করেছেন এবং তাঁর দীনকে শক্তিশালী করেছেন।
অপর বর্ণনায় তিনি বলেছেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَرَّمَ الْأَحْزَابُ وَحْدَهُ
সকল প্রশংসা মহান আল্লাহর যিনি তাঁর ওয়াদা সত্যে পরিণত করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই শত্রুদলকে পরাজিত করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مقتل اللعين أبي جهل فرعون هذه الأمة وفرح النبي - صلى الله عليه وسلم - بذلك
عن أبى سحاق عن أبى عبيدة (1) قال قال عبدالله (يعنى ابن مسعود رضى الله عنه) انتهيت الى أبى جهل يوم بدر وقد ضربت رجله وهو صريع وهو يذب الناس عنه بسيف له، فقلت الحمد لله الذى اخزاك ياعدو الله، فقال هل هو الا رجل قتله قومه؟ قال فجعلت أتناوله بسيف لى غير طائل فأصبت يده فندر (2) سيفه فاخذته فضربته به حتى قتلته، قال ثم خرجت (3) حتى أتيت النبى - صلى الله عليه وسلم - كانما أقل من الارض (4) فأخبرته، فقال الله الذى لا اله الا هو؟ قال فرددها ثلاثا (5) قال قلت الله الذى لا اله الا هو، قال فخرج يمشى معى حتى قام عليه فقال الحمد لله الذى أخزاك ياعدو الله، هذا كان فرعون هذه الأمة قال وزاد فيه أبى (6) عن أبى اسحاق عن أبى عبيدة قال قال عبد الله فنفلنى سيفه (وعنه من طريق ثان) (7) عن أبى عبيدة عن عبدالله (8) قال أتيت رسول الله - صلى الله عليه وسلم - فقلت يارسول الله ان الله قد قتل أباجهل، فقال الحمد الله الذى نصر عبده وأعز دينه وقال مرة يعنى أمية (9) صدق عبده وأعز دينه (وفي لفظ آخر) الحمد الله الذى صدق وعده ونصر عبده وهزم الاحزاب وحده