মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৩০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: এই উম্মতের ফিরআওন অভিশপ্ত আবু জাহেলের নিহত হওয়া এবং তাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর আনন্দিত হওয়া
২৩০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বদর দিবসে বলেছিলেন কে আছ যে, আবু জাহলের পরিণতি দেখে আসবে? তখন হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) এগিয়ে গেলেন। তিনি দেখতে পেলেন যে, আফরা-এর দু'পুত্র তাকে আঘাতে আঘাতে ঠাণ্ডা ও নিস্তেজ করে ফেলেছে। এক বর্ণনায় এসেছে যে, সে উপুড় হয়ে পড়ে রয়েছে। তিনি তার দাঁড়ি চেপে ধরলেন এবং বললেন তুমি-ই আবূ জাহল! সে বলল, তোমরা যাকে হত্যা করেছ কিংবা নিজের সম্প্রদায় যাকে হত্যা করেছে তার চেয়ে সম্মানী মানুষ কেউ আছে কি?
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مقتل اللعين أبي جهل فرعون هذه الأمة وفرح النبي - صلى الله عليه وسلم - بذلك
عن أنس (6) قال قال رسول الله - صلى الله عليه وسلم - يوم بدر من ينظر ما فعل أبو جهل؟ فانطلق ابن مسعود فوجد ابني عفراء قد ضرباه حتي برد (7) (وفي رواية حتي برك) فأخذ بلحيته فقال أنت أبو جهل! فقال وهل فوق رجل قتلتموه او قتله أهله