মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২২৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: এই উম্মতের ফিরআওন অভিশপ্ত আবু জাহেলের নিহত হওয়া এবং তাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর আনন্দিত হওয়া
২২৯. হযরত আবদুর রহমান ইব্ন আওফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর দিবসে আমি সারিতে দণ্ডায়মান ছিলাম। হঠাৎ ডানে-বামে তাকিয়ে দেখি আমি দুজন তরুণ আনসারী বালকের মাঝে রয়েছি। আমি কামনা করেছিলাম যে, তাদের মধ্যে অধিকতর শক্তিশালী যে জন সেরকম দুজনের মাঝে আমি থাকি। ইতিমধ্যে ওদের একজন আমাকে টোকা দিয়ে বলল, চাচা! আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, হাঁ চিনি। ভাতিজা! ওকে তোমার কী প্রয়োজন? সে বলল, আমি শুনেছি যে, সে রাসূলুল্লাহ (ﷺ) কে গালি দিয়েছে, যে মহান সত্ত্বার হাতে আমার প্রাণ তাঁর কসম করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই তাহলে আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু আগে হবার তা না হওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ব না। বর্ণনাকারী বলেন, ইতিমধ্যে দ্বিতীয় তরুণ আমাকে টোকা দিয়ে অনুরূপ কথা বলল। এদের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। অবিলম্বে আমি দেখতে পেলাম যে, আবু জাহেল মুশরিক দলের মধ্যে ঘোরাফেরা করছে। আমি বললাম তোমরা কি ওই লোকটিকে দেখতে পাচ্ছ? সে-ই তোমাদের উদ্দীষ্ট ব্যক্তি। একথা শুনে অবিলম্বে তারা এগিয়ে গেল এবং তার মুখোমুখি হয়ে তাকে মরণাঘাত করল। তারা দুজনে তাকে হত্যা করল। এরপর তারা দুজন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে তাঁকে এই সংবাদ জানাল। তিনি বললেন, তোমাদের দুজনের কে তাকে হত্যা করেছে? তাদের প্রত্যেকেই বলল যে, আমি হত্যা করেছি। তিনি বললেন, তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলেছ? তারা বলল, না, মুছিনি। তিনি উভয়ের তরবারি পরীক্ষা করলেন। দুটোতেই রক্ত দেখে তিনি বললেন তোমাদের দুজনেই তাকে হত্যা করেছ। এরপর তিনি আবূ জাহলের নিকট পাওয়া যুদ্ধ সরঞ্জামাদি মুআয ইবন আমর ইব্ন জামূহ-কে দিয়ে দিলেন। এরা দুজন হল মুআয ইব্ন আমর ইবন জামূহ এবং মুআয ইব্ন আফরা।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مقتل اللعين أبي جهل فرعون هذه الأمة وفرح النبي - صلى الله عليه وسلم - بذلك
عن عبد الرحمن بن عوف (11) أنه قال أني لواقف يوم بدر في الصف نظرت عن يميني وعن شمالي فاذا أنا بين غلامين من الأنصار حديثة أسنانهما تمنيت لوكنت بين أضلع (1) منهما فغمزني أحدهما فقال يا عم هل تعرف أبا جهل؟ قال قلت نعم وماحاجتك بابن أخي؟ قال بلغني أنه سب رسول الله صلي الله عليه وسلم والذي نفسي بيده لو رأيته لم يفارق سوادي سواده (2) حتي يموت الأعجل منا، قال فغمزني الآخر فقال لي بمثلها فتعجبت لذلك، قال فلم أنشب (3) أن نظرت الي أبي جهل يجول في الناس فقلت لهما الا تريان؟ هذا صاحبكما الذي تسألان عنه، فابتدراه فاستقبلهما فضرباه حتي قتلاه ثم انصرفا الي رسول الله - صلى الله عليه وسلم - فأخبراه فقال ايكما قتله؟ فقال كل واحد منهما أنا قتلته قال هل مسحتما سيفيكما؟ قالا لا، فنظر رسول الله - صلى الله عليه وسلم - في السيفين فقال كلا كما قتله (4) وقضي بسلبه لمعاذ بن عمرو بن الجموح (5) وهما معاذ بن عمر ابن الجموح ومعاذ بن عفراء