মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২২৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : বদর যুদ্ধকে রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বের সাথে গ্রহণ, মহান আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ সশরীরে তাঁর যুদ্ধক্ষেত্রে অবতরণ, তাঁর বীরত্ব তাঁকে পেয়ে যোদ্ধাদের সাহস বৃদ্ধি এবং মহান আল্লাহর পথে ফিরিশতা দ্বারা তাঁকে সাহায্য করা
২২৮. আবূ দাউদ মাযিনী থেকে বর্ণিত। তিনি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন। তিনি বলেন সেদিন তরবারির আঘাত করার জন্যে আমি জনৈক মুশরিক সৈনিককে তাড়া করছিলাম। হঠাৎ দেখি আমার তরবারি তার দেহ স্পর্শ করার পূর্বেই তার মাথা মাটিতে পড়ে গিয়েছে। তাতে আমি বুঝে নিয়েছিলাম যে অন্য কেউ তাকে হত্যা করেছে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اهتمام النبي - صلى الله عليه وسلم - بوقعة بدر واستغاثته بالله عز وجل ونزوله معممة القتال بنفسه وشجاعته واتقاء المحاربين به وتأييد الله له بالملائكة
عن أبي داود المازني (9) وكان شهد بدرا قال أني لا تبع رجلا من المشركين لأضربه اذ وقع رأسه قبل أن يصل اليه سيفي فعرفت أنه قد قتله غيري
tahqiqতাহকীক:তাহকীক চলমান