মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২২৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : বদর যুদ্ধকে রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বের সাথে গ্রহণ, মহান আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ সশরীরে তাঁর যুদ্ধক্ষেত্রে অবতরণ, তাঁর বীরত্ব তাঁকে পেয়ে যোদ্ধাদের সাহস বৃদ্ধি এবং মহান আল্লাহর পথে ফিরিশতা দ্বারা তাঁকে সাহায্য করা
২২৭. আবূ সালিহ হানাফী (রহ.) থেকে বর্ণিত যে, তিনি হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, বদর দিবসে হযরত আলী (রা) কে এবং হযরত আবু বকর (রা) কে বলা হয়েছিল যে, আপনাদের একজনের সাথে রয়েছেন জিব্রাঈল (আ) আর অন্যজনের সাথে রয়েছেন মীকাঈল (আ)। সম্মানিত ফিরিশতা ইসরাফীল (আ) ও যুদ্ধে উপস্থিত রয়েছেন। অন্য বর্ণনায় ইসরাফীল ফিরিশতা সারিতে উপস্থিত রয়েছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اهتمام النبي - صلى الله عليه وسلم - بوقعة بدر واستغاثته بالله عز وجل ونزوله معممة القتال بنفسه وشجاعته واتقاء المحاربين به وتأييد الله له بالملائكة
عن أبي صالح الحنفي (8) عن علي رضي الله عنه قال قيل لعلي ولابي بكر يوم بدر مع احدكما جبريل ومع الآخر ميكائيل، واسرافيل ملك عظيم يشهد القتال أو قال يشهد الصف