মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২২৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : বদর যুদ্ধকে রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বের সাথে গ্রহণ, মহান আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ সশরীরে তাঁর যুদ্ধক্ষেত্রে অবতরণ, তাঁর বীরত্ব তাঁকে পেয়ে যোদ্ধাদের সাহস বৃদ্ধি এবং মহান আল্লাহর পথে ফিরিশতা দ্বারা তাঁকে সাহায্য করা
২২৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বললেন, বদর দিবসে যখন যুদ্ধ শুরু হল আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলাম। আমরা দেখেছি যে, তিনি ছিলেন শত্রুর প্রতি কঠোরভাবাপন্ন। শারীরিকভাবেও তিনি মুশরিকদের সর্বাধিক নিকটে অবস্থান করছিলেন। অর্থাৎ সকল মুসলিম মুজাহিদ কাফিরদের যত বেশি কাছাকাছি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) তাদের সকলের চেয়ে তাদের বেশি কাছাকাছি ছিলেন। হযরত আলী (রা) থেকে অপর বর্ণনায় এসেছে যে, তিনি বলেছেন, বদর দিবসে আমি আমাদেরকে দেখেছি যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর আশ্রয়ে অবস্থান করছি। আর তিনি আমাদের সবার চেয়ে শত্রুপক্ষের বেশি কাছাকাছি রয়েছেন। আর সেদিন তিনি শত্রুর প্রতি সর্বাধিক কঠোর ভাবাপন্ন ছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اهتمام النبي - صلى الله عليه وسلم - بوقعة بدر واستغاثته بالله عز وجل ونزوله معممة القتال بنفسه وشجاعته واتقاء المحاربين به وتأييد الله له بالملائكة
وعنه أيضا (4) قال لما حضر البأس (5) يوم بدر التقينا برسول الله - صلى الله عليه وسلم - وكان من أشد الناس (6) ما كان أو لم يكن أحد أقرب الي المشركين منه (وعنه من طريق ثان) (7) لقد قال رأيتنا يوم بدر ونحن نلوذ برسول الله - صلى الله عليه وسلم - وهو أقربنا الي العدو وكان من أشد الناس يومئذ بأسا