মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২২৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : বদর যুদ্ধকে রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বের সাথে গ্রহণ, মহান আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ সশরীরে তাঁর যুদ্ধক্ষেত্রে অবতরণ, তাঁর বীরত্ব তাঁকে পেয়ে যোদ্ধাদের সাহস বৃদ্ধি এবং মহান আল্লাহর পথে ফিরিশতা দ্বারা তাঁকে সাহায্য করা
২২৫. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বললেন বদর দিবসে হযরত মিকদাদ ব্যতীত আমাদের মধ্যে অন্য কোন অশ্বারোহী ছিল না। আমরা দেখলাম যে, ওই রাতে আমাদের সকলেই নিদ্রামগ্ন ছিলেন কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সজাগ। তিনি একটি বৃক্ষের নীচে নামায আদায় করছিলেন আর কাঁদছিলেন। ভোর পর্যন্ত তিনি তা করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اهتمام النبي - صلى الله عليه وسلم - بوقعة بدر واستغاثته بالله عز وجل ونزوله معممة القتال بنفسه وشجاعته واتقاء المحاربين به وتأييد الله له بالملائكة
عن علي (1) قال ما كان فينا فارس (2) يوم بدر غير المقداد ولقد رأيتنا وما فينا الانائم الا رسول - صلى الله عليه وسلم - تحت شجرة يصلي ويبكي حتي اصبح