মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২২৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : বদর যুদ্ধকে রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বের সাথে গ্রহণ, মহান আল্লাহর নিকট তাঁর ফরিয়াদ সশরীরে তাঁর যুদ্ধক্ষেত্রে অবতরণ, তাঁর বীরত্ব তাঁকে পেয়ে যোদ্ধাদের সাহস বৃদ্ধি এবং মহান আল্লাহর পথে ফিরিশতা দ্বারা তাঁকে সাহায্য করা
২২৪. হযরত ইবন আব্বাস থেকে বর্ণিত, বদর দিবসে একটি তাঁবুতে অবস্থান করে রাসূলুল্লাহ (ﷺ) এই বলে মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানাচ্ছিলেন যে, হে আল্লাহ্ আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণের নিবেদন পেশ করছি। হে আল্লাহ্ আপনি যদি চান যে, আজ থেকে পরবর্তী সময়ে কখনো আর ইবাদত না হোক, তবে আর আপনার ইবাদত বন্দেগী হবে না। এ সময়ে আবূ বকর (রা) তাঁর হাত ধরে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার জন্যে যথেষ্ট হয়েছে। আপনি আপনার প্রভূর নিকট পরম আহাজারি করেছেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধপোশাকে সজ্জিত অবস্থায় উত্তেজিত ও আবেদায়িত হয়ে বলছিলেন
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ
এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। (সূরা কামার: ৪৫)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اهتمام النبي - صلى الله عليه وسلم - بوقعة بدر واستغاثته بالله عز وجل ونزوله معممة القتال بنفسه وشجاعته واتقاء المحاربين به وتأييد الله له بالملائكة
عن ابن عباس (1) أن رسول الله صلي الله عليه وعلي آله وصحبه وسلم قال وهو في قبة (2) يوم بدر اللهم اني أنشدك عهدك ووعدك، اللهم إن شئت لم تعبد بعد اليوم فأخذ ابو بكر بيده فقال حسبك يا رسول الله لقد الححت علي ربك وهو يثب في الدرع وهو يقول سيهزم الجمع ويولون الدبر (3)
tahqiqতাহকীক:তাহকীক চলমান