মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ২য় হিজরীতে কা'বাগৃহের প্রতি কিবলা পরিবর্তন
২১৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছিলেন যে, ইয়াহুদীগণ যে দুটো বিষয়ে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে অন্য বিষয়গুলোতে তেমন নয়। তারা জুমু'আর দিবস বিষয়ে আমাদের সাথে বিদ্বেষ পোষণ করে। মহান আল্লাহ আমাদেরকে ওই দিবস সম্পর্কে সঠিক নির্দেশনা দিয়েছেন, আর তাদেরকে তা থেকে পথচ্যুত করেছেন। আর তারা কঠোর বিদ্বেষ পোষণ করে কিবলা বিষয়ে। মহান আল্লাহ্ এ বিষয়ে আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন। আর তাদেরকে করেছেন পথভ্রষ্ট। আমরা যে নামাযের মধ্যে ইমামের পেছনে আমীন বলি তাতেও তারা আমাদেরকে হিংসা করে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في تحويل القبلة الي الكعبة في السنة الثانية من الهجرة
عن عائشة رضي الله عنها (2) أن النبي - صلى الله عليه وسلم - قال لها إنهم (يعني اليهود) لا يحسدونا علي شئ كما يحسدونا علي يوم الجمعة التي هدانا الله بها وضلوا عنها وعلي القبلة التي هدانا الله بها وضلوا عنها، وعلي قولنا خلف الامام آمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১৭ | মুসলিম বাংলা