মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২১৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ২য় হিজরীতে কা'বাগৃহের প্রতি কিবলা পরিবর্তন
২১৬. হযরত বারা ইব্ন্ন আযিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় এসে প্রথমে আনসারীদের মধ্যে তাঁর মাতুল গোত্রে অবস্থান করেন। এ সময়ে তিনি ১৬ কিংবা ১৭ মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামায পড়েন। কিন্তু তাঁর কিবলা কা'বাগৃহে হোক তিনি সেটা কামনা করতেন। অবশেষে কিবলা পরিবর্তনের নির্দেশ এল। পরিবর্তিত কিবলায় তিনি প্রথম যে নামাযটি আদায় করেন সেটি ছিল আসরের নামায। এসময়ে তাঁর সাথে একদল সাহাবী নামায আদায় করেন। তাঁর সাথে নামায আদায়কারী একজন মুসল্লী বেরিয়ে গিয়ে অন্য একটি মসজিদে উপস্থিত হলেন। তখন তাঁরা রুকুতে ছিলেন। তিনি চিৎকার দিয়ে বললেন আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মক্কার দিকে মুখ করে নামায আদায় করে এসেছি। তখন মুসল্লীগণ যেমনটি ছিলেন তেমনভাবে নামাযের মধ্যে কা'বাগৃহের দিকে মুখ করে নিল। বস্তুতঃ রাসূলুল্লাহ (ﷺ) কামনা করতেন যে, কা'বাগৃহই তাঁর কিবলা হোক। রাসূলুল্লাহ (ﷺ) যখন বায়তুল মুকাদ্দাসের প্রতি মুখ করে নামায আদায় করতেন তখন ইয়াহুদী ও কিতাবীগণ তাঁকে সমর্থন করত। আর যখন কিবলা পরিবর্তন করে কা'বাগৃহকে কিবলাহ নির্ধারণ করা হল তখন তারা তাঁর বিরোধিতা করল।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في تحويل القبلة الي الكعبة في السنة الثانية من الهجرة
عن البراء بن عازب (1) أن رسول الله - صلى الله عليه وسلم - كان أول ما قدم المدينة نزل علي أجداده أو أخواله من الأنصار وأنه صلي قبل بيت المقدس ستة عشر أو سبعة عشر شهرا، وكان يعجبه أن تكون قبلته قبل البيت وأنه صلي أول صلاة صلاها صلاة العصر وصلي معه قوم، فخرج رجل ممن صلي معه فمر علي أهل مسجد وهم راكعون فقال أشهد بالله لقد صليت مع رسول الله - صلى الله عليه وسلم - قبل مكة قال فدارو اكماهم قبل البيت وكان يعجبه أن يحول قبل البيت، وكان اليهود قد أعجبهم إذ كان يصلي قبل المقدس وأهل الكتاب، فلما ولي وجهه قبل البيت انكروا ذلك