মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২১৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আবদুল্লাহ ইব্‌ন জাহাশের নেতৃত্বে সেনা-অভিযান, তিনি ইসলামী যুগের প্রথম সেনাপতি
২১৫. সা'দ ইবন আবী ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করেন তখন জুহায়না গোত্রের লোকেরা তার নিকট এসে বলল, আপনি তো আমাদের কাছাকাছি এসে অবস্থান নিয়েছেন, এখন আপনি আমাদের থেকে অঙ্গীকার নিন এবং আমাদের পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হোন। রাসূলুল্লাহ (ﷺ) তাদের অঙ্গীকার নিলেন এবং তারা ইসলাম গ্রহণ করল। তিনি বলেন এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে রজব মাসে একটি অভিযানে পাঠালেন। আমরা ছিলাম একশ জনের কম। তিনি আমাদেরকে জুহায়নাহ গোত্রের পার্শ্ববর্তী বানী কিনানাহ-এর একটি গোত্রের উপর আক্রমণ করার নির্দেশ দিলেন। ওরা সংখ্যায় অধিক ছিল। আমরা পিছু হটে জুহায়নাহ গোত্রে আশ্রয় নিলাম। তারা আমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করল। তারা আমাদেরকে বলল, যুদ্ধ নিষিদ্ধ রজব মাসে যুদ্ধ করছ কেন? আমরা বললাম আমরা সেই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা আমাদেরকে যুদ্ধ নিষিদ্ধ মাসে যুদ্ধ নিষিদ্ধ শহর থেকে বহিষ্কার করেছে। এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলাম। পরবর্তী কর্ম নির্ধারণ সম্পর্কে। আমাদেরকে কেউ কেউ বলল যে, আমরা এখন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ফিরে গিয়ে তাঁকে ঘটনা জানাব। কেউ কেউ বলল যে, আমরা এখানেই অবস্থান করব। কয়েকজন সাথী নিয়ে আমি বললাম যে, এখন আমি এগিয়ে গিয়ে কুরায়শী বাণিজ্য দলকে আক্রমণ করব এবং তাদের মালামাল ছিনিয়ে নিব। আমরা বাণিজ্য দলের উদ্দেশ্যে যাত্রা করলাম। সে সময়ে নিয়ম ছিল যে, যে শত্রুপক্ষ থেকে যা ছিনিয়ে নিবে তা তারই। আমরা বাণিজ্য দলের উদ্দেশ্যে যাত্রা করলাম আর আমাদের অপর দল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গেল এবং তাকে ঘটনা জানাল। তিনি রাগে ফেটে পড়লেন, তাঁর চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করল। তিনি বললেন, তোমরা আমার নিকট থেকে গিয়েছিলে দলবদ্ধ হয়ে এখন বিচ্ছিন্ন হয়ে এলে কেন? দলছুট ও বিচ্ছিন্ন হবার কারণে তোমাদের পূর্ববর্তী লোকগণ ধ্বংস হয়েছে। এবার আমি এমন এক ব্যক্তিকে তোমাদের নেতারূপে পাঠাব যে তোমাদেরকে কোন ইখতিয়ার ও সুযোগ দিবে না যে, ক্ষুধাতৃষ্ণায় শ্রেষ্ঠ ধৈর্যশীল। অতঃপর তিনি আবদুল্লাহ্ ইবন জাহাশ আসাদীকে আমাদের নেতারূপে পাঠালেন। বস্তুতঃ তিনিই হলেন ইসলামের প্রথম সেনাপতি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في سر ية عبدالله بن جحش وهو أول أمير أمر في الأسلام
عن سعد بن ابى وقاص (4) قال لما قدم رسول الله صلى الله عليه وعلى آله وسلم المدينة جاءته جهينه فقالوا إنك قد نزلت بين أظهرنا فأوثق لنا حتى نأتيك وتؤمنا، فأوثق لهم فاسلموا، قال فبعثنا رسول الله - صلى الله عليه وسلم - في رجب ولا نكون مائة وأمرنا أن نغير على حي من بنى كنانة إلى جنب جهينة فأغرنا عليهم وكانوا كثيرا فلجأنا إلى جهينة فمنعونا (5) وقالوا لم تقاتلون في الشهر الحرام؟ فقلنا إنما نقاتل من أخرجنا من البلد الحرام في الشهر الحرام، فقال بعضنا لبعض ما ترون؟ فقال بعضنا نأتى نبى الله - صلى الله عليه وسلم - فخبره، وقال قوم لا بل نقيم ههنا، وقلت أنا في أناس معى لا بل نأتى عير قريش فنقتطعها، فانطلقنا الى العير وكان الفيئ إذ ذاك من أخذ شيئا فهو له، فانطلقنا الي العير وانطلق أصحابنا الي النبي - صلى الله عليه وسلم - فأخبروه الخبر فقام غضبانا (1) محمر الوجه فقال ذهبتم من عندي جميعا وجئتم متفرقين؟ انما اهلك من كان قبلكم الفرقة، لأبعثن عليكم رجلا ليس بخيركم أصبركم علي الجوع والعطش فبعث علينا عبد الله بن جحش الأسدي، فكان أول أمير أمر في الاسلام (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান