মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২০৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বিরুদ্ধে মদীনার ইয়াহুদী ও মুনাফিকদের শত্রুতার বিবরণ
২০৮. জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জুরমুক অধিবাসী এক লোক সাহাবীগণের নিকট এসে বলল নবী দাবীদার আপনাদের সাথীটি কোথায়? আমি যদি তাঁর সাথে কথা বলতে পারি এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি তাহলে আমি নিশ্চিত জানতে পারব তিনি নবী কি নবী নন। একপর্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) সেখানে এলেন। লোকটি বলল, আপনি কিছু আয়াত পাঠ করুন কিংবা কিছু ঘটনা বর্ণনা করুন। রাসূলুল্লাহ (ﷺ) কুরআন মজীদ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন। জুরমুকী আগন্তুক বলল, আল্লাহর কসম এটি তা-ই যা মূসা (আ) এনেছেন।
(আবদুল্লাহ্ ইব্ন আহমদ বলেন এটি মুনকার (অগ্রহণযোগ্য) হাদীস।)
(আবদুল্লাহ্ ইব্ন আহমদ বলেন এটি মুনকার (অগ্রহণযোগ্য) হাদীস।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مناوأة اليهود ومنافقي المدينة للنبي - صلى الله عليه وسلم
عن جابر بن سمرة (1) قال جاء جرمقاني (2) الي أصحاب محمد - صلى الله عليه وسلم - فقال ابن صاحبكم الذي يزعم انه نبي؟ لئن سألته لأعلمن انه نبي أو غير نبي قال فجاء النبي - صلى الله عليه وسلم - فقال الجرمقاني اقرأ علي أو قص علي فتلا عليه آيات من كتاب الله تبارك وتعالي، فقال الجرمقاني هذا والله الذي جاء به موسي عليه السلام: قال عبد الله بن أحمد هذا الحديث منكر