মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২০৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বিরুদ্ধে মদীনার ইয়াহুদী ও মুনাফিকদের শত্রুতার বিবরণ
২০৭. মিসওয়ার ইব্ন মাখরামাহ যুহরী থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ইয়াহূদী লোক আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তখন রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে দাঁড়িয়ে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) উযূ করছিলেন। ইয়াহূদী আমাকে বলল তাঁর পিঠের কাপড়টি সরিয়ে দাও তো। মিসওয়ার বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিঠের কাপড় সরাতে যাচ্ছিলাম কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) বাধা দিলেন এবং আমার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في مناوأة اليهود ومنافقي المدينة للنبي - صلى الله عليه وسلم
عن المسور بن مخرمة الزهري (3) قال مر بي يهودي وأنا قائم خلف النبي - صلى الله عليه وسلم - والنبي - صلى الله عليه وسلم - يتوضأ قال فقال ارفع أو اكشف ثوبه عن ظهره (4) قال فذهبت به ارفعه قال فنضح النبي - صلى الله عليه وسلم - في وجهي من الماء