মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২০১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হযরত আবদুল্লাহ্ ইবন যুবায়র (রা)-এর জন্ম এবং হযরত আয়েশা (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর বাসর রাত্রি উদযাপন
২০১. শাহর ইবন হাওশাব থেকে বর্ণিত। তিনি একদিন বানু আবদিল আশহাল গোত্রের মহিলা আসমা বিনত ইয়াযীদ ইবন সাকানের নিকট গেলেন। আসমা তাঁর জন্যে খাবার আনলেন। শাহর বললেন, আমার খাওয়ার আগ্রহ নেই। আসমা বললেন, আমি হযরত আয়েশা (রা) কে রাসূলুল্লাহ (ﷺ)-এর গৃহে পাঠানোর জন্যে নববধূরূপে সাজিয়ে দিয়েছিলাম। এরপর আমি এসে রাসূলুল্লাহ (ﷺ) কে ডেকে নিয়ে যাই আয়েশা (রা) কে দেখার জন্যে। রাসূলুল্লাহ (ﷺ) এলেন এবং আয়েশা (রা)-এর পাশে বসলেন। সেখানে বড় একটি দুধের পাত্র আনা হল। রাসূলুল্লাহ (ﷺ) তা হতে দুধ পান করলেন। এরপর সেটি হযরত আয়েশা (রা) কে দিলেন। হযরত আয়েশা (রা) লজ্জাবোধ করছিলেন এবং মাথা নীচু করে রেখেছিলেন। আসমা বলেন আমি তাঁকে কড়া স্বরে বলি- রাসূলুল্লাহ (ﷺ) এর হাত থেকে এটি গ্রহণ করুন। তিনি তা নিলেন এবং কিছু দুধ পান করলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন এবার তোমার সখীকে (আসমাকে) দাও। আসমা বলেন আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহ (ﷺ) বরং পাত্রটি আপনার হাতে নিন এবং আপনি কিছুটা পান করে আমাকে দিন। তিনি পাত্র নিলেন এবং কিছুটা দুধ পান করে আমাকে দিলেন। আমি বসে পড়লাম। পাত্রটি আমার হাঁটুর উপর রাখলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমার ঠোঁট লাগাতে শুরু করলাম যাতে রাসূলুল্লাহ (ﷺ) যেখানে মুখ লাগিয়েছিলেন সেই বরকতময় স্থানে আমার ঠোঁট লাগে। এরপর উপস্থিত মহিলাদের প্রতি ইঙ্গিত করে তিনি বললেন, এবার ওদেরকে দাও। তারা বলল, আমাদের দুধ পানের আগ্রহ নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন ক্ষুধা এবং মিথ্যাচার দুটোকে একত্রিত করো না। সুতরাং হে শাহর! তুমি "আমার আগ্রহ নেই" এর কথা বলা থেকে বিরত থাকবে তো? বর্ণনাকারী শাহর বলেন যে, আমি তখন বললাম হে আম্মাজান! আমি আর কখনো সে কথা বলব না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ماجاء في ميلاد عبد الله بن الزبير وبنائه - صلى الله عليه وسلم - بعائشة رضي الله عنهم
عن شهر بن حوشب (6) أن أسماء بنت يزيد بن السكن أحدى نساء بنى عبد الأشهل دخل عليها يوما فقربت اليه طعاما فقال لا أشتهيه فقالت أني قينت (1) عائشة رضي الله عنها لرسول الله - صلى الله عليه وسلم - ثم جئته فدعوته لجلوتها (2) فجاء فجلس إلي جانبها فأتي بعس لبن (3) فشرب ثم ناولها النبي - صلى الله عليه وسلم - فخفضت رأسها وأستحيت: قالت أسماء فانتهزتها وقلت لها خذي من يد النبي - صلى الله عليه وسلم - قالت فاخذت فشربت شيئا، ثم قال لها النبي - صلى الله عليه وسلم - أعطي تربك (4) قالت أسماء فقلت يا رسول الله بل خذه فاشرب منه ثم ناولينه من يدك فاخذه فشرب منه ثم ناولنيه، قالت فجلست ثم وضعته علي ركبتي ثم طفقت أديره واتبعه بشفتي لاصيب منه مشرب (5) النبي - صلى الله عليه وسلم - ثم قال لنسوة عندي ناوليهن فقلن لا نشتهيه فقال النبي - صلى الله عليه وسلم - لاتجمعن جوعا وكذبا، فهل أنت منتهية أن تقولي لا اشتهيه (6) قلت أي أمه لا أعود أبدا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান