মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২০০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হযরত আবদুল্লাহ্ ইবন যুবায়র (রা)-এর জন্ম এবং হযরত আয়েশা (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর বাসর রাত্রি উদযাপন
২০০. আসমা বিনতে উমায়স (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন হযরত আয়েশা (রা) কে সাজিয়ে- গুজিয়ে যারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠিয়েছিল আমি তাদের অন্যতম। আমার সাথে অন্যান্য মহিলাও ছিল। আমরা যখন তাঁর গৃহে যাই তখন মেহমান আপ্যায়নের জন্যে শুধু এক বাটি দুধ ছিল। রাসূলুল্লাহ (ﷺ) নিজে একটু দুধ পান করলেন। তারপর বাটিটি আয়েশা (রা) কে দিলেন। বালিকা আয়েশা (রা) তা গ্রহণে লজ্জাবোধ করছিলেন। আমরা বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এর হাত ফিরিয়ে দিও না, তা গ্রহণ কর। তিনি লজ্জায় লাজুক হয়ে তা গ্রহণ করলেন এবং কিছু দুধ পান করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার সখীদেরকে পান করতে দাও। আমরা বললাম আমার দুধ পানের আগ্রহ নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ক্ষুধা এবং মিথ্যা দুটোকে একত্রিত করো না। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ! আমাদের কেউ যদি কোনো কিছু গ্রহণের আসক্তি রেখে বলে সেটির প্রতি আমার আসক্তি নেই, তাহলে তা কি মিথ্যারূপে গণ্য হবে? তিনি বললেন মিথ্যা তো মিথ্যা রূপেই লিপিবদ্ধ হবে এমনকি ছোট মিথ্যা ছোট মিথ্যা রূপে গণ্য হবে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ماجاء في ميلاد عبد الله بن الزبير وبنائه - صلى الله عليه وسلم - بعائشة رضي الله عنهم
عن أسماء بنت عميس (3) قالت كنت صاحبة عائشة التي هيأتها وأدخلتها علي رسول الله - صلى الله عليه وسلم - ومعى نسوة قالت فو الله ما وجدنا عنده قرى (4) الا قدحاً من لبن قالت فشرب منه ثم ناوله عائشة فاستحيت الجارية، فقلنا لا تردى يد رسول الله - صلى الله عليه وسلم - خذى منه، فأخذته على حياء فشربت منه ثم قال ناولى صواحبك، فقلنا لا نشتهيه فقال لا تجمعن جوعا وكذبا، قالت فقلت يا رسول الله ان قالت إحدانا لشئ تشتهيه لا أشتهيه يعد ذلك كذبا، قال أن الكذب يكتب كذبا حتى تكتب الكذيبة كذيبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান