মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৯৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হযরত আবদুল্লাহ্ ইবন যুবায়র (রা)-এর জন্ম এবং হযরত আয়েশা (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর বাসর রাত্রি উদযাপন
১৯৯. উরওয়া বর্ণনা করেছেন হযরত আয়েশা (রা) থেকে। তিনি বলেছেন শাওয়াল মাসে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বিয়ে করেছিলেন এবং আমাকে নিয়ে বাসর করেছিলেন শাওয়াল মাসে। এরপর অন্য কোন্ স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আমার চেয়ে বেশি প্রিয়? এই প্রেক্ষাপটে হযরত আয়েশা (রা) এটা পছন্দ করতেন যে, মেয়েরা শাওয়াল মাসে স্বামীগৃহে গমন করুক।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ماجاء في ميلاد عبد الله بن الزبير وبنائه - صلى الله عليه وسلم - بعائشة رضي الله عنهم
عن عروة عن عائشة (1) رضي الله عنها قالت تزوجني رسول الله - صلى الله عليه وسلم - في شوال (2) وبني بي في شوال، فأي نساء رسول الله - صلى الله عليه وسلم - كان أحظي عنده مني، وكانت عائشة تستحب أن تدخل نساءها في شوال