মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৯৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হযরত আবদুল্লাহ্ ইবন যুবায়র (রা)-এর জন্ম এবং হযরত আয়েশা (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর বাসর রাত্রি উদযাপন
১৯৮. হযরত আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত আছে যে, মক্কা থাকাকালীন সময়ে আবদুল্লাহ্ ইব্‌ন যুবায়র (রা) তাঁর গর্ভে আসে। তিনি বলেন, আমি যখন হিজরতের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করি তখন গর্ভকালীন মেয়াদ ছিল শেষ পর্যায়ে। অতঃপর আমি মদীনায় এসে কুবাতে অবতরণ করি। সেখানে আমার গর্ভে আবদুল্লাহ্ জন্মগ্রহণ করে। এরপর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসি এবং তাঁর কোলে তুলে দেই। তিনি একটি খেজুর আনিয়ে সেটি চিবিয়ে নেন এবং আবদুল্লাহ-এর মুখে এটা থুথুসহ তুলে দেন। সে প্রেক্ষিতে রাসূলুল্লাহ্ (ﷺ) এর থুথুই সর্বপ্রথম আবদুল্লাহ্-এর পেটে যায়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আবদুল্লাহর মুখের ভেতর খেজুরটি ঢুকিয়ে দেন এবং তার জন্য বরকত ও কল্যাণের দুআ করেন। আবদুল্লাহ্ হল ইসলামী যুগে সর্বপ্রথম জন্মগ্রহণকৃত সন্তান (মদীনাতে)।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ماجاء في ميلاد عبد الله بن الزبير وبنائه - صلى الله عليه وسلم - بعائشة رضي الله عنهم
عن أسماء بنت أبي بكر رضي الله عنهما (5) أنها حملت بعبد الله بن الزبير بمكة قالت فخرجت (6) وأنا متم فأتيت المدينة فنزلت بقباء (7) فولدته بقباء ثم أتيت به النبي - صلى الله عليه وسلم - فوضعته في حجره ثم دعا بتمرة فمضغها ثم تفل (8) في فيه فكان أول ما دخل في جوفه ريق رسول الله - صلى الله عليه وسلم - قالت ثم حنكه (9) بتمرة ثم دعا له وبرك (10) عليه، وكان أول مولود ولد في الاسلام (11)
tahqiqতাহকীক:তাহকীক চলমান