মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৯৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজিরগণের মদীনাতে জ্বর-ব্যাধিতে আক্রান্ত হওয়া
১৯৬. উরওয়া সূত্রে হযরত আয়েশা (রা) থেকে এরূপ বর্ণিত হয়েছে, তিনি বলেছন রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় এলেন তখন তাঁর সাহাবীগণ রোগাক্রান্ত হয়ে পড়লেন। হযরত আবু বকর (রা), তদীয় ক্রীতদাস আমির ইব্‌ন ফুহায়রা এবং হযরত বিলালও রোগাক্রান্ত হয়ে পড়েন। হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অসুস্থদের দেখতে যাওয়ার অনুমতি চাইলেন। তিনি অনুমতি দিলেন। আয়েশা (রা) আবু বকর (রা) কে জিজ্ঞেস করে বললেন, আপনার কেমন লাগছে? আবু বকর (রা) বললেন-
كُلُّ امْرِي مُصَبَّحْ فِي أَهْلِهِ ... وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ.
প্রত্যেক ব্যক্তি তার পরিজনের মধ্যে সকালে শয্যাত্যাগ করে আর মৃত্যু তো তার জুতার ফিতার চেয়েও অধিক নিকটবর্তী।
আমি আমিরের নিকট তার অবস্থা জানতে চেয়েছিলাম। সে বলেছিল
إِنِّي وَجَدْتُ الْمَوْتَ قَبْلَ ذَوْقِهِ ... إِنَّ الْجَبَانَ حَتْفُهُ مِنْ فَوْقِهِ .
মৃত্যু হবার আগে আমি মৃত্যুযন্ত্রণা অনুভব করছি। ভীরুর মৃত্যু তো উপর থেকে দম বন্ধ হয়ে কার্যকর হয়।
আমি বিলাল (রা) কে তাঁর অবস্থা জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন-
يَا لَيْتَ شَعْرِي هَلْ أَبِيْتَنَّ لَيْلَةٌ ... بِفَجٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلٌ .
হায়! আমি যদি জানতে পারতাম যে, আমি মক্কার উপত্যকায় রাত্রিযাপন করতে পারব, সেখানে আমার চারিদিকে থাকবে ইযখীর ও জালীল ঘাসের সমারোহ।
এসব দেখে হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলেন এবং তাঁদের অভিব্যক্তি ও অবস্থা তাঁকে অবগত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) আকাশের দিকে তাকালেন এবং বললেন-
হে আল্লাহ্ মদীনাকে আমাদের জন্যে প্রিয় করে দিন, যেমন প্রিয় করে দিয়েছেন মক্কাকে কিংবা তার চেয়েও বেশি প্রিয় (করে দিন), হে আল্লাহ্ মদীনার দ্রব্য-সামগ্রীতে আমাদের জন্য বরকত দান করুন এবং এখানকার মহামারীকে মাহয়াআহ্ অঞ্চলে সরিয়ে দিন।
ভাষ্যকারদের মতে মাহয়াআহ হলো জুহফাহ্ অঞ্চল।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ذكر ما أصاب المهاجرين من حمي المدينة
وعن عروة عنها أيضا (3) قالت لما قدم النبي - صلى الله عليه وسلم - المدينة اشتكي اصحابه واشتكي أبو بكر وعامر بن فهيرة مولي أبي بكر وبلال فاستأذنت عائشة النبي - صلى الله عليه وسلم - في عيادتهم فاذن لها، فقالت لأبي بكر كيف نجدك (4)؟ فقال
كل امرأي ومصبح في أهله ... والموت أدني من شراك نعله
وسألت عامر افقال ... أني وجدت الموت قبل ذوقه (5) ... ان الجبان (6) حتفه من ... فوق
وسألت بلالا فقال ... ياليت شعري هل ابيتن ... ليلة ... بفج (7) وحولي إدخر وجليل
فاتت النبي - صلى الله عليه وسلم - فاخبرته بقولهم، فنظر الي السماء فقال اللهم حبب الينا المدينة كما حببت الينا مكة أو أشد واللهم بارك لنا في صاعها وفي مدها وانقل وباءها الي مهيعة (8) وهي الجحفة كما زعموا
tahqiqতাহকীক:তাহকীক চলমান