মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৯৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজিরগণের মদীনাতে জ্বর-ব্যাধিতে আক্রান্ত হওয়া
১৯৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করেছিলেন তখন মদীনা ছিল আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশী মহামারী পীড়িত জনপদ। এখানে হযরত আবূ বকর (রা) রোগাক্রান্ত হয়ে পড়লেন। আয়েশা (রা) বলেন যে, তখন রাসূলুল্লাহ (ﷺ) দু'আ করে বললেন
اللَّهُمَّ حَببْ إِلَيْنَا الْمَدِينَةً كحْبنَا مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحَحْهَا وَبَارِك لَنَا فِي مُدهَا وَصَاعِهَا وَانْقُلْ حُماهَا فَاجْعَلْهَا فِي الْجُحْفَةِ
হে আল্লাহ্। মদীনাকে আমাদের জন্যে প্রিয় করে দিন যেমন প্রিয় ছিল মক্কা নগরী কিংবা তার চেয়েও বেশী প্রিয় করে দিন, এটিকে স্বাস্থ্যকর করে দিন, এটির দ্রব্যসামগ্রীতে বরকত দিন এবং এটির জ্বর-ব্যাধিকে জুহফাতে সরিয়ে দিন।
اللَّهُمَّ حَببْ إِلَيْنَا الْمَدِينَةً كحْبنَا مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحَحْهَا وَبَارِك لَنَا فِي مُدهَا وَصَاعِهَا وَانْقُلْ حُماهَا فَاجْعَلْهَا فِي الْجُحْفَةِ
হে আল্লাহ্। মদীনাকে আমাদের জন্যে প্রিয় করে দিন যেমন প্রিয় ছিল মক্কা নগরী কিংবা তার চেয়েও বেশী প্রিয় করে দিন, এটিকে স্বাস্থ্যকর করে দিন, এটির দ্রব্যসামগ্রীতে বরকত দিন এবং এটির জ্বর-ব্যাধিকে জুহফাতে সরিয়ে দিন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ذكر ما أصاب المهاجرين من حمي المدينة
عن عائشة رضي الله عنها (6) قالت قدم رسول الله - صلى الله عليه وسلم - المدينة وهي أوبا (7) أرض الله عز وجل فأشتكي أبو بكر، قالت فقال رسول الله - صلى الله عليه وسلم - اللهم حبب الينا المدينة كحبنا مكة أو أشد، وصححها وبارك لنا في مدها (1) وصاعها وانقل حماها فاجعلها في الجحفة