মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৯৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মদীনার মহিলাদের শপথ গ্রহণ
১৯৪. আমর ইবনে শুআয়ব বর্ণনা করেছেন তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে। তিনি বলেছেন, উমায়মা বিনত রুকাইকাহ রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে এসেছিল। তাঁর নিকট ইসলামের বায়'আত হওয়ার জন্যে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন আমি তোমাকে বায়'আত নিচ্ছি-তোমার অঙ্গীকার নিচ্ছি এ মর্মে যে, তুমি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবে না, যিনা-ব্যভিচারে লিপ্ত হবে না, তোমার সন্তানকে হত্যা করবে না, জেনে-শুনে মিথ্যা রচনা করে তা রটাবে না, কারো মৃত্যুতে চিৎকার করে কাঁদবে না এবং অতীত জাহেলী যুগের ন্যায় নিজেকে দর্শনীয় করে প্রকাশ করবে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بيعة نساء أهل المدينة
عن عمرو بن شعيب (5) عن أبيه عن جده قال جاءت أميمة بنت رقيقة الي رسول الله - صلى الله عليه وسلم - تبايعه علي الاسلام فقال أبايعك علي أن لا تشركي بالله شيئا ولا تسرقي ولا تزني ولا تقتلي ولدك ولا تأتي ببهتان تفترينه بين يديك ورجليك ولا تنوحي ولا تبرجي تبرج الجاهلية الأولي
tahqiqতাহকীক:তাহকীক চলমান