মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৯৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মদীনার মহিলাদের শপথ গ্রহণ
১৯৩. উমায়মা বিনত রুকাইকাহ থেকে বর্ণিত তিনি বলেছেন, অন্য কতক মহিলার সাথে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে গিয়েছিলাম বায়'আত হওয়ার জন্যে। অতঃপর কুরআন মাজীদের يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا আয়াতে বর্ণিত বিষয়াদিতে তিনি আমাদের অঙ্গীকার নিলেন। এরপর তিনি বললেন এসব পালনে তোমাদের সামর্থ্য বিবেচনা করা হবে। আমরা বললাম আল্লাহ্ ও তাঁর রাসূল আমাদের প্রতি আমাদের নিজেদের চেয়ে অধিক দয়াময়। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি আমাদের হাতে হাত মেলাবেন না? তিনি বললেন, আমি মহিলাদের সাথে মুসাফাহা করি না-হাত মিলাই না। বস্তুত একজন মহিলার উদ্দেশ্যে আমার বক্তব্য শত মহিলার উদ্দেশ্যে আমার বক্তব্যের ন্যায়।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بيعة نساء أهل المدينة
وعن أميمة بنت رقيقة (4) قالت أتيت - صلى الله عليه وسلم - في نساء نبايعه فأخذ علينا ما في القرآن ان لا نشرك بالله شيئا الآية قال فيما استطتعن واطعتن، قلنا الله ورسوله ارحم بنا من أنفسنا، قلنا يا رسول الله ألا تصافحنا قال اني لا أصافح النساء، انما قولي لامرأة واحدة كقولي لمائة امرأة
tahqiqতাহকীক:তাহকীক চলমান