মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৮৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজির এবং আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন ও চুক্তি সম্পাদন
১৮৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার মদীনার গৃহে বসে কুরায়শদের মাঝে এবং আমাদের মাঝে মৈত্রী বন্ধন স্থাপন করেছেন।
হযরত আনাস (রা) থেকে অন্য সনদে বর্ণিত আছে যে, তিনি বলেছেন আমাদের বাসগৃহের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির এবং আনসারদের মাঝে মৈত্রী বন্ধন স্থাপন করেছেন। জনৈক বর্ণনাকারী সুফিয়ান (রহ.) বলেছেন যে, এই বক্তব্য দ্বারা হযরত আনাস (রা) সম্ভবত ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের কথা বুঝিয়েছেন। আসিম আল আহওয়াল থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি হযরত আনাস (রা) কে শুনেছি কেউ একজন তাঁকে বলেছিল যে, আপনার কাছে এমন হাদীছ পৌছেছে কিনা যেখানে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন لَا حِلْفَ فِي الْإِسْلَامِ ইসলামে মৈত্রী চুক্তি নেই (অন্যায় সংঘটনে)। এতে হযরত আনাস (রা) রেগে ওঠেন এবং বলেন হাঁ হাঁ, রাসূলুল্লাহ (ﷺ) তাঁরই গৃহে কুরায়শ ও আনসারদের মধ্যে মৈত্রী চুক্তি সম্পাদন করেছেন।
আসিম আল আহওয়াল অন্য সনদে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) আনাস (রা)-এর গৃহে মুহাজির ও আনসারদের মাঝে মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন।
হযরত আনাস (রা) থেকে অন্য সনদে বর্ণিত আছে যে, তিনি বলেছেন আমাদের বাসগৃহের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) মুহাজির এবং আনসারদের মাঝে মৈত্রী বন্ধন স্থাপন করেছেন। জনৈক বর্ণনাকারী সুফিয়ান (রহ.) বলেছেন যে, এই বক্তব্য দ্বারা হযরত আনাস (রা) সম্ভবত ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের কথা বুঝিয়েছেন। আসিম আল আহওয়াল থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি হযরত আনাস (রা) কে শুনেছি কেউ একজন তাঁকে বলেছিল যে, আপনার কাছে এমন হাদীছ পৌছেছে কিনা যেখানে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন لَا حِلْفَ فِي الْإِسْلَامِ ইসলামে মৈত্রী চুক্তি নেই (অন্যায় সংঘটনে)। এতে হযরত আনাস (রা) রেগে ওঠেন এবং বলেন হাঁ হাঁ, রাসূলুল্লাহ (ﷺ) তাঁরই গৃহে কুরায়শ ও আনসারদের মধ্যে মৈত্রী চুক্তি সম্পাদন করেছেন।
আসিম আল আহওয়াল অন্য সনদে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) আনাস (রা)-এর গৃহে মুহাজির ও আনসারদের মাঝে মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب جاء في المؤاخاة والمحالفة بين المهاجرين والأنصار
وعنه أيضا (4) قال حالف رسول الله - صلى الله عليه وسلم - بين قريش والأنصار في دار ي التي بالمدينة (5) (وعنه من طريق ثان) (6) قال حالف رسول الله - صلى الله عليه وسلم - بين المهاجرين والانصار في دارنا قال سفيان (أحد الرواة) كأنه يقول آخي (7) {عن عاصم الأحول} (8) قال سمعت أنسا قال له قائل بلغك أن رسول الله - صلى الله عليه وسلم - قال لاحلف في الاسلام (1) قال فغضب ثم قال بلي بلي، قد حالف رسول الله - صلى الله عليه وسلم - بين قريش والأنصار في داره (2) (وعنه من طريق ثان) (3) عن أنس أيضا قال حالف رسول الله - صلى الله عليه وسلم - بين المهاجرين والانصار في دار أنس بن مالك