মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৮৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মুহাজির এবং আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন ও চুক্তি সম্পাদন
১৮৬. জুবায়র ইবন মুত'ইম (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, ইসলামে মৈত্রী চুক্তি নেই। (অন্যায় কাজে)। জহেলী যুগে যে মৈত্রী ছিল (কল্যাণমূলক কাজে) ইসলাম সেটিকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করেছে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب جاء في المؤاخاة والمحالفة بين المهاجرين والأنصار
عن جبير بن مطعم (4) قال قال رسول الله - صلى الله عليه وسلم - لاحلف في الاسلام وأيما حلف كان في الجاهلية (5) لم يزده الاسلام الا شدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান