মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৮২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: হযরত আবদুল্লাহ ইবন সালাম (রা)-এর ইসলাম গ্রহণ
১৮২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) হযরত আবূ বকর (রা) কে সাথে নিয়ে মদীনায় এসে হাররা বা বালুকাময় স্থানে অবতরণ করেছিলেন। এরপর আনসারদের নিকট তাঁর আগমন সংবাদ পাঠালেন। তারা রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে এল। তারা তাঁদের দুজনকে সালাম দিল এবং বলল আপনারা প্রশান্ত চিত্তে-নির্ভয়ে বাহনে আরোহণ করুন। তাঁরা দুজনে বাহনে আরোহণ করলেন। তারা সশস্ত্র অবস্থায় তাঁদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। আল্লাহ্ নবী (ﷺ) মদীনায় এসেছেন এ সংবাদ মদীনায় ছড়িয়ে পড়ল। নবী এসেছেন-নবী এসেছেন বলে বলে মদীনাবাসী তাঁকে দেখার জন্য রাস্তায় বেরিয়ে এল। রাসূলুল্লাহ (ﷺ) সম্মুখে এগিয়ে যেতে লাগলেন। হযরত আবূ আইয়ুব আনসারী (রা) বাসস্থানের নিকট পৌছার পর লোকজন বলল যে, তিনি নিশ্চয় এই গৃহকর্মীর সাথে কথা বলবেন। এসময়ে আবদুল্লাহ্ ইব্ন সালাম খেজুর বাগানে খেজুর সংগ্রহ করছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর আগমন সংবাদ শুনলেন। দ্রুত সংগৃহীত খেজুর পাত্রে ভরে সেটি সহ তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলেন। তিনি তাঁর মুখনিঃসৃত বাণী ও বক্তব্য শুনলেন। এরপর আপন পরিবারের নিকট ফিরে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন যে, এখান থেকে আমাদের কার বাসস্থান নিকটতম? আবু আইয়ূব (রা) বললেন, হে আল্লাহর নবী (ﷺ)! এই যে, এটি আমার বাড়ী এবং এটি আমার দরজা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তুমি যাও এবং আমাদের দুপুর-নিদ্রার ব্যবস্থা কর। আবূ আইয়ূব (রা) গিয়ে তাঁদের দুজনের দুপুর নিদ্রার ব্যবস্থা করে এসে বললেন, হে আল্লাহর নবী (ﷺ)! আপনাদের নিদ্রার ব্যবস্থা করেছি, আল্লাহর বরকত নিয়ে আপনারা উঠুন এবং বিশ্রাম করুন।
রাসূলুল্লাহ (ﷺ) সেখানে গমন করার পর আবদুল্লাহ্ ইবন সালাম সেখানে এলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি সত্য-সত্যই আল্লাহর রাসূল, আপনি সত্য নিয়েই এসেছেন, ইয়াহুদীগণ ভাল করেই জানে যে, আমি তাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী এবং সর্বাধিক জ্ঞানীর পুত্র, আমি তাদের নেতা এবং নেতার পুত্র। আপনি ওদেরকে ডাকুন এবং প্রশ্ন করুন। ইয়াহুদীগণ এল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ইয়াহূদী সম্প্রদায়! দুর্ভোগ তোমাদের জন্যে, তোমরা আল্লাহকে ভয় কর, সেই আল্লাহর কসম যিনি ব্যতীত কোন ইলাহ্ নেই। তোমরা তো ভাল করেই জান যে, আমি সত্যিই আল্লাহর রাসূল এবং আমি সত্য নিয়েই তোমাদের নিকট এসেছি। তোমরা ইসলাম গ্রহণ কর। তারা বলল না, আমরা তো তা জানিনা।
রাসূলুল্লাহ (ﷺ) সেখানে গমন করার পর আবদুল্লাহ্ ইবন সালাম সেখানে এলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি সত্য-সত্যই আল্লাহর রাসূল, আপনি সত্য নিয়েই এসেছেন, ইয়াহুদীগণ ভাল করেই জানে যে, আমি তাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী এবং সর্বাধিক জ্ঞানীর পুত্র, আমি তাদের নেতা এবং নেতার পুত্র। আপনি ওদেরকে ডাকুন এবং প্রশ্ন করুন। ইয়াহুদীগণ এল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ইয়াহূদী সম্প্রদায়! দুর্ভোগ তোমাদের জন্যে, তোমরা আল্লাহকে ভয় কর, সেই আল্লাহর কসম যিনি ব্যতীত কোন ইলাহ্ নেই। তোমরা তো ভাল করেই জান যে, আমি সত্যিই আল্লাহর রাসূল এবং আমি সত্য নিয়েই তোমাদের নিকট এসেছি। তোমরা ইসলাম গ্রহণ কর। তারা বলল না, আমরা তো তা জানিনা।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في اسلام عبد الله بن سلام
عن أنس بن مالك قال (1) نزل رسول - صلى الله عليه وسلم - جانب الحرة (يعني حين قدم المدينة هو وأبو بكر) ثم بعث الي الأنصارفجاءوا نبي الله - صلى الله عليه وسلم - فسلموا عليهما وقالوا اركبا آمنين مطمئنين، قال فركب نبي الله - صلى الله عليه وسلم - وأبو بكر وحفوا حولهما بالسلاح، قال فقيل بالمدينة جاء نبي الله - صلى الله عليه وسلم - فاستشرفوا نبي الله - صلى الله عليه وسلم - ينظرون اليه ويقولون جاء نبي الله - صلى الله عليه وسلم - فأقبل يسير حتي جاء الي جانب دار أبي أيوب قالوا فانه ليحدث أهلها (1) إذ سمع عبد الله بن سلام (2) وهو في نخل لأهله يخترف (3) لهم منه فعجل ان يضع الذي يخترف فيها فجاء وهي معه فسمع من نبي الله - صلى الله عليه وسلم - (4) فرجع الي أهله فقال رسول الله - صلى الله عليه وسلم - أي بيوت أهلنا أقرب؟ قال فقال أبو أيوب يا نبي الله هذه داري وهذا بابي، قال فانطلق فهيئ لنا مقيلا، قال فذهب فهيئ لهما مقيلا، ثم جاء فقال يا نبي الله قد هيأت لكما مقيلا فقوما علي بركة الله فقيلا، فلما جاء نبي الله - صلى الله عليه وسلم - جاءه عبد الله بن سلام فقال أشهد انك رسول الله حقا وأنك جئت بحق، ولقد علمت اليهود اني سيدهم وابن سيدهم وأعلمهم وابن أعلمهم فادعهم فاسألهم فدخلوا عليه فقال لهم نبي الله - صلى الله عليه وسلم - يا معشر اليهود ويلكم اتقوا الله فو الله الذي لا إله إلا هو انكم لتعلمون أني رسول الله حقا وأني جئتكم بحق أسلموا، فقالوا ما نعلمه