মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৮১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
২য় পর্ব: সীরাতুন-নবী (ﷺ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর হিজরত থেকে সর্বোত্তম বন্ধু আল্লাহ্ তা'আলার সাথে মিলিত হওয়া পর্যন্ত ঘটনাবলীর বিবরণ
১ম হিজরী সনে সংঘটিত ঘটনাবলীর অনুচ্ছেদসমূহ
পরিচ্ছেদ : হিজরী সন গণনার সূচনা-এ বিষয়ে সাহাবীগণের (রা) সাথে হযরত উমার (রা)-এর পরামর্শ-
রাসূলুল্লাহ (ﷺ)-এর হিজরত থেকে সর্বোত্তম বন্ধু আল্লাহ্ তা'আলার সাথে মিলিত হওয়া পর্যন্ত ঘটনাবলীর বিবরণ
১ম হিজরী সনে সংঘটিত ঘটনাবলীর অনুচ্ছেদসমূহ
পরিচ্ছেদ : হিজরী সন গণনার সূচনা-এ বিষয়ে সাহাবীগণের (রা) সাথে হযরত উমার (রা)-এর পরামর্শ-
১৮১. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে কিংবা তিনি নবুওয়াতপ্রাপ্ত হয়েছেন চল্লিশ বৎসর বয়সে। এরপর তিনি তের বৎসর মক্কায় অবস্থান করেছিলেন, দশ বৎসর মদীনায় অবস্থান করেছিলেন এবং ৬৩ বৎসর বয়সে ইনতিকাল করেছেন।
হযরত ইবন আব্বাস (রা) থেকে অন্য সনদে বর্ণিত। তিনি বলেছেন ৪৩ বৎসর বয়সে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ওহী নাযিল হয়েছে। এরপর তিনি মক্কায় দশ বৎসর এবং মদীনাতে দশ বৎসর অবস্থান করেছেন। এরপর তেষট্টি বৎসর বয়সে তাঁকে উঠিয়ে নেয়া হয়েছে।
হযরত ইবন আব্বাস (রা) থেকে অন্য সনদে বর্ণিত। তিনি বলেছেন ৪৩ বৎসর বয়সে রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ওহী নাযিল হয়েছে। এরপর তিনি মক্কায় দশ বৎসর এবং মদীনাতে দশ বৎসর অবস্থান করেছেন। এরপর তেষট্টি বৎসর বয়সে তাঁকে উঠিয়ে নেয়া হয়েছে।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
القسم الثاني من السيرة النبوية في حوادث ما بعد الهجرة الي ان لحق - صلى الله عليه وسلم - بالرفيق الأعلي
أبواب حوادث السنه الأولي من الهجرة
باب مبديء التاريخ واستشارة عمر رضي الله تبارك وتعالي عنه الصحابة في ذلك
أبواب حوادث السنه الأولي من الهجرة
باب مبديء التاريخ واستشارة عمر رضي الله تبارك وتعالي عنه الصحابة في ذلك
عن ابن عباس (1) قال بعث رسول الله - صلى الله عليه وسلم - أو أنزل عليه القرآن (2) وهو ابن أربعين سنة، فمكث بمكة ثلاث عشرة سنة، وبالمدينة عشر سنين، قال فمات رسول الله - صلى الله عليه وسلم - وهو ابن ثلاث وستين سنة (وعنه من طريق ثان) (3) قال أنزل علي النبي - صلى الله عليه وسلم - وهو ابن ثلاث وأربعين (4) فمكث بمكة عشر أو بالمدينة عشرا وقبض وهو ابن ثلاث وستين