মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৮০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : মক্কা বিজয়ের পূর্বে যাঁরা মদীনায় হিজরত করেছেন, তাঁরা পরবর্তীতে অন্যত্র বসবাস করলেও তাঁদের হিজরতের ছাওয়াব অব্যাহত থাকা প্রসংগ
(১৮০) কালুস (আবদুল্লাহ ইব্ন হাসান বিনতু হাবীবা থেকে বর্ণিত), শিহাব ইবন্ মুদলিজ মরু এলাকায় বসতি গ্রহণ করেছিলেন। একদিন তার ছেলে জনৈক ব্যক্তিকে গালি দিলে সে প্রত্যুত্তর করল, হে এই হিজরত দ্বারা মদীনার হিজরত বিনষ্টকারীর সন্তান! এই কথা শুনে শিহাব মদীনায় আগমন করেন এবং আবু হুরাইরাহ (রা)-এর সাথে সাক্ষাত করেন। তখন তিনি আবূ হুরাইরা (রা) কে বলতে শোনেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে দু'জন। একজন হচ্ছে সেই ব্যক্তি, যে আল্লাহ্ রাস্তায় অভিযান চালিয়ে যুদ্ধ করে (বিজয়ী হয়েছেন) এবং এমন স্থানে অবতরণ করেছে, যা শত্ররা পছন্দ করে না। অপরজন হচ্ছে সেই ব্যক্তি যে, জনশূন্য মরু এলাকায় বসবাস করে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে, তাঁর সম্পদের হক (যাকাত) আদায় করে এবং তাঁর রবের ইবাদতে মশগুল থাকে-যতক্ষণ পর্যন্ত না তাঁর 'ইয়াক্বীন' (মৃত্যু) এসে যায়। এ হাদীস শুনে তিনি তাঁর হাঁটুতে থাপ্পর দিয়ে বললেন, হে আবু হুরায়রা! এ কথা কি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আপনি নিজে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন শিহাব তাঁর সেই মরুর আবাসে ফিরে আসেন এবং সেখানেই বাস করতে থাকেন।
(বুখারী। এই মর্মে ১৯তম খণ্ডে উদ্ধৃত "কিতাবুল মাজালিস ওয়া আদাবুহা" অধ্যায়ের ৩৮ নং হাদীসটি দ্রষ্টব্য, যা আবূ সা'ঈদ থেকে বর্ণিত এবং বুখারী, মুসলিম, হাকেম ছাড়াও আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ ও নাসাঈ কর্তৃক উদ্ধৃত হয়েছে। আল্লাহ্ সর্বজ্ঞ।)
(বুখারী। এই মর্মে ১৯তম খণ্ডে উদ্ধৃত "কিতাবুল মাজালিস ওয়া আদাবুহা" অধ্যায়ের ৩৮ নং হাদীসটি দ্রষ্টব্য, যা আবূ সা'ঈদ থেকে বর্ণিত এবং বুখারী, মুসলিম, হাকেম ছাড়াও আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ ও নাসাঈ কর্তৃক উদ্ধৃত হয়েছে। আল্লাহ্ সর্বজ্ঞ।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بقاء ثواب الهجرة ان هاجر إلى المدينة قبل الفتح وإن أقام في غيرها بعد
عن الفلوص ان شهاب بن مدلج نزل البادية فسابَّ ابنه رجلا فقال يا ابن الذى تعرّب بهذه الهجرة فاتى شهاب المدينة فلقى ابا هريرة (رضي الله عنه) فسمعه يقول قال رسول الله صلى الله عليه وسلم افضل الناس رجىن. رجل غزا فى سبيل الله حتى يهبط موضعا يسوء العدو، ورجل بناحية البادية يقيم الصلوات الخمس ويؤدى حق ماله ويعبد ربه حتى يأتيه اليقين فجثا على ركبتيه قال انت سمعته من رسول الله صلى الله عليه وسلم يا ابا هريرة يقوله قال نعم فتى باديته فأقام بها