মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ১৭৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : মক্কা বিজয়ের পূর্বে যাঁরা মদীনায় হিজরত করেছেন, তাঁরা পরবর্তীতে অন্যত্র বসবাস করলেও তাঁদের হিজরতের ছাওয়াব অব্যাহত থাকা প্রসংগ
(১৭৯) যুবাইর ইবন 'আওয়াম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন সকল দেশই আল্লাহ্ দেশ, আর সকল বান্দাই আল্লাহর বান্দা। সুতরাং যেখানেই তুমি কল্যাণ পাবে, সেখানেই অবস্থান করতে পার।
(হাদীসটি গরীব। সুয়ূতী, এবং আয়েশা (রা) থেকে দারাকুতনী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في بقاء ثواب الهجرة ان هاجر إلى المدينة قبل الفتح وإن أقام في غيرها بعد
عن الزبير بن العوام قال قال رسول الله صلى الله عليه وسلم البلاد بلاد الله والعباد عباد الله فحيثما اصبت خيرا فأقم
tahqiqতাহকীক:তাহকীক চলমান